দিন কয়েক আগেই মা-কে হারিয়েছিলেন অভিনেত্রী দেবশ্রী রায় ও সোনালি চৌধুরী, ফের মাতৃবিয়োগ টলিপাড়ার জনপ্রিয় অভিনেতার। মা-কে হারালেন অভিনেতা সুজন নীল মুখোপাধ্যায় (Sujan Neel Mukherjee) ও পরিচালক সুমন মুখোপাধ্যায়। বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছিলেন অভিনেতার মা, আরতি মুখোপাধ্যায়। ভর্তি ছিলেন হাসপাতালে, অবশেষে মঙ্গলবার রাতে না ফেরার দেশে পাড়ি দিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা অরুণ মুখোপাধ্যায়ের স্ত্রী।ফেসবুক পোস্টে মাতৃবিয়োগের কথা বুধবার সকালে জানান নীল। এদিন নিজের ফেসবুকের দেওয়ালে মায়ের সঙ্গে তোলা শেষ সেলফি পোস্ট করেন অভিনেতা, মায়ের অন্ত্যেষ্টি ক্রিয়া সেরে ফিরেই এই স্টেটাস আপটেড দেন সুজন নীল মুখোপাধ্যায়। মায়ের শোকে কাতর হলেও নির্দিষ্ট সময়েই নাটকের রিহার্সালে হাজির তিনি। জানিয়েছেন নিজেই। কারণ ‘দ্য শো মাস্ট গো অন’,মায়ের কাছ থেকে এটা শিখেই বড় হয়েছেন তিনি। কাজের মধ্যে দিয়েই মা-কে শ্রদ্ধাজ্ঞাপন করতে চান অভিনেতা। ফেসবুকের দেওয়ালে সদ্য মা-হারা অভিনেতা লেখেন- ‘মায়ের সঙ্গে শেষ ছবি...... দাহ করে ফিরলাম। সকাল ৮ টায় রিহার্সাল। মায়ের কথা ভেবেই যাবো। চেতনা ৫০ তোমার নামেই চিহ্নিত হোক। তুমি জাগ্রত অন্তরে অন্তরে...’বাংলা বিনোদন জগতের অতি পরিচিতি মুখ সুজন ও সুমন মুখোপাধ্য়ায়। ইন্ডাস্ট্রিতে তাঁর পরিচিত নীলদা আর লালদা নামে। ছোটপর্দা, বড়পর্দার পাশাপাশি রঙ্গমঞ্চেরও পরিচিত নাম সুজন মুখোপাধ্যায়। মায়ের মৃত্যুর আগের দিনই ফেসবুকে মারীচ সংবাদ নাটকের স্টেজ রিহার্সলের বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন তিনি। সুজন মুখোপাধ্য়ায়ের মাতৃবিয়োগের খবরে সমবেদনা জানিয়েছেন টলিপাড়ার বহু ব্যক্তিত্ব। অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তী লেখেন- ‘নীল কিছু বলার নেই। তোদের এইরকম এক কর্মযজ্ঞের মাঝে এইরকম খারাপ একটা খবর। সবকিছু সামলে ওঠ। আরতি জেঠিমার আত্মার শান্তি কামনা করছি।’ অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী লেখেন- ‘সে কী?’ পরিচালক অভিমন্যু মুখোপাধ্য়ায় শোক জাহির করে লেখেন- ‘যেখানেই থাকুন ভালো থাকুন। তোমরা ভালো থেকো’।