প্রায় দু সপ্তাহের বেশি সময় ধরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলেছিল বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের। ক্যানসারে আক্রান্ত তিনি দীর্ঘদিন ধরে, রয়েছে নানা বার্ধক্যজনিত সমস্যা। কোমায় চলে গিয়েছিলেন। তবে লড়াই চালিয়েছেন,✨ জিতও এসেছে। এই দীর্ঘসময় মা-কে দেখতে এ🍌কবারও হাসপাতালে আসেনি একমাত্র মেয়ে। বরং পাশে ছিল গাড়ির চালক মলয় চাকি এবং সর্বক্ষণের দেখভালের মানুষ রেখা। অর্থ সাহায্য দিয়েছে সহকর্মীরাও।
বয়স ৮৬ হলে কী হবে, এখনও বেশ চুটিয়ে কাজ করছেন বাসন্তী দেবী। এই মুহূর্তে স্টার জলসার জনপ্রিয় মেগা ‘গীতা এলএলবি’-তে অগ্নিজিৎ মুখোপাধ্যায়ের মা ব্রজবালার চরিত্রে অভিনয় করছেন বাসন্তী দেবী। সেখানে তাঁকে দেখা যাচ্ছে আই♌নজীবী হিসেবে।
টিভিনাইনকে অভিনেত্রী জানালেন, ‘আমি কাজে 🌠ফিরব খুব জলদি। কাজ করতে ভালোবাসি। অভিনয়ই আমার সঙ্গী। সেই সঙ্গীকে ছেড়ে থাকা যায় বলুন।’
আরও পড়ুন: বাবাকে হারিয়ে পে꧙য়েছিলেন ‘দেবতা’, সেই কাছের মানুষই ছেড়♍ে গেল সুদীপাকে
আরও পড়ুন: মিতিন মাসির শ্যুটে আলনা বোন ফ্র্যা🧔কচার! কেমন আছেন এখন, জানালেন কোয়েল
এর আগে সরস্বতীপুজোর সময় একবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাসন্তীদেবীকে। সেই সময় টাকা ধার করে বিল মিটিয়েছিলেন তাঁর গাড়ির চালক মলয়। অভিনেত্রীর ড্রাইভার জানান, ‘পরিবার থেকে সেরকম টাকাপয়সা দিয়ে কেউ সাহায্য করেননি। আমি টাকা ধার করে বিল মিটিয়েছি। জেঠি (বাসন্তীদেবী) হাসপাতাল থেকে ফিরে ♒এসে টাকা শোধ করে দেন।’ তবে এবার ভাঙাতে হয়েছে ফিক্সড ডিপোজিট। কিছু বছর আগে একটি ফ্ল্যাট বিক্রি করে পাওয়া টাকা থেকে ৫ লাখ ফিক্সড করেছিলেন। সেই টাকা ভাঙিয়েই হাসপাতালের বিল মিটিয়েছেন বাসন্তীদেবীর জামাই।
আরও পড়ুন: বুক ঢাকা ফুলে,☂ ট্রোলাররা নাম দিল ‘ফুলকুমারী’! দেবলীনার জবাব, ‘কলকাতার লোক আসলে…’
আরও পড়ুন: টাকা নিয়ে সমস্যা! রণবীর কাপু🔯রের পাশ থেকে হঠাৎই সরে দাঁড়ালেন ‘রাহা-র মা’ আলিয়া ভাট
তবে দীর্ঘসময় যখন বাসন্তীদেবী ভর্তি ছিলেন হাসপাতালে, একবারও দেখা যায়নি মেয়েকে। যা নিয়ে জামাই শঙ্কর চক্রবর্𓆉তী মিডিয়াকে জানান, ‘আমার স্ত্রী নিজেই তো খুব অসুস্থ। কিছুদিন আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তার উপর তিনি নার্ভের রোগে ভুগছেন।’ তবে মা হাসপা💜তাল থেকে ফেরার পর দেখা করতে এসেছিলেন তিনি।
কিছুদিন আেই বাসন্তীদেবীর চিকিৎসার জন্য সাহায্য চেয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছিলেন গীতা এলএলবি-র কোস্টার ভাস্বর চট্টোপাধ্যায়। আর্থিক সাহায্য করেছেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণার উদ্যোগে সিনেটেলের তরফে ওনাকে ২৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছিল বাসন্তীদেবীর ম♓ায়ের হাতে। সকলেই চাইছেন, দ্রুত সেরে উঠে কাজে ফিরুন তিনি।