ফের মা হতে চলেছেন 'নিমফুলের মধু'র ‘মৌমিতা’ অর্থাৎ অভিনেত্রী মানসী সেনগুপ্ত। খুব শীঘ্রই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন মানসী। তবে একসময় স্বামীর সঙ্গে ডিভোর্সের খবর শোনা গিয়েছিল মানসীর। আর তাই সেই মানসীই যখন দ্বিতীয় সন্তানের মা হওয়ার খবর শোনালেন, তখন অনেকেই অবাক হয়েছিলেন বৈকি। সম্প্রতি এবিষয়েই মুখ খ﷽ুললেন অভিনেত্রী।
প্রথমবার যখন মা হয়েছিলেন, তখন মানসীর বয়সও ছিল অনেক কম, তাই সেভাবে মাতৃত্বের অন♉ুভূতি বুঝে উঠতে পারেননি। তার উপর প্রি-ম্যাচিওর বেবির জন্ম দিয়েছিলেন। তবে এখন সেই মেয়ে অনেকটাই বড়। আর তাই ২য়বার মা হওয়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। সম্প্রতি সেবিষয়েই আনন্দবাজারে নিজের কলমে মানসী লেখেন, 'প্রথম মাতৃত্ব খুবই অল্পবয়সে। আমিও ছোট, আমার মেয়েও সময়ের আগেই জন্মেছিল। গর্ভস্থ সন্তান পা ছুড়ে পেটে ধাক্কা দেয়, এসব টের পাইনি। মনে হল, অন্তঃসত্ত্বা হতে না হতেই মা হয়ে গেলাম! বুঝলাম না কিছুই । তখন থেকেই ভেবেছিলাম, ২য় বার মা হব। আমার বড় মেয়ের বয়স এখন আট। ও একটু বড় হয়েছে, নিজেকে সামলাতে শিখেছে। তাই যখন শরীরে নত❀ুন প্রাণের স্পন্দন টের পেলাম, বিষয়টি মেনে নিয়েছি।'
তবে দ্বিতীয় মাতৃ♊ত্বকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন অভিনেত্রী। বাচ্চার নড়াচড়া লাথি মারা সবকিছুই অনুভব করছেন বলেও জানান। আর এবার অন্তঃসত্ত্বা হলেও শুরুর দিকে চুটিয়ে কাজ করেছেন, এমনকি নিজেই গাড়ি চালিয়ে যাতায়াত করেছেন। তবে আপাতত অন্তঃসত্ত্বাকালীন ছুটিতে রয়েছেন তিনি।
আরও পড়ুন-৩০ বছরের পুরনো স্মৃতি উস⭕কে 'চুরা কে দিল মেরা' গানে নাচ, অক্ষয়🀅কে ঠিক কী বললেন শিল্পা?
তবে অনেকেরই প্রশ্ন, মানসী তো মা হচ্ছেন, তবে তাঁর স্বামীকে কেন দেখা যায় 🔜না? তবে কি এখনও স্বামীর সঙ্গে সমস্যা রয়েছে। এবিষয়ে মানসী বলেন, 'একটা সময় সত্যিই আমাদের মধ্যে সমস্যা দেখা দিয়েছিল। সেকথা আমি কখনওই লুকোইনি। তবে ꧙মেয়ের মুখ চেয়ে আমরা সে সব মিটিয়েও নিয়েছি। তারপরই দ্বিতীয় মাতৃত্বের সিদ্ধান্ত।'
তবে সমস্যা মিটলেও কেন একসঙ্গে দেখা যায় না মানসীর স্বামীকে। এবিষয়ে অভিনেত্রী জানান, তাঁর স্বামী𒆙 প্রচারবিমুখ। এই কারণেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে দেখা যায় না। তবে যেভাবে স্বামীর সঙ্গে অভিনেত্রীর সমস্যা কথা ছডౠ়িয়ে পড়েছে, তাতে মানসীর আশঙ্কা, ‘ পরে আমার সন্তানের পিতৃত্ব নিয়ে না প্রশ্ন তৈরি হয়!’
এদিকে মানসীর সাধের অনুষ্ঠানে শুধুমাত্র অভিনেত্রীর বাপের বাড়ির লোকজনকেই দেখা গিয়েছিল। সেটা নিয়েও অনেকে প্রশ্ন ত💛োলেন, শ্বশুর-শাশুড়ি কোথায়? শ্বশুরবাড়ির তরফে কি সাধ খাওয়ানো হয়নি?