আদৃত রায়ের নতুন করে প্রেমে পড়ার খবর বেশ কিছুদিন ধরেই রটেছে টিনসেল টাউনে। আর ‘মিঠাই’-এর উচ্ছেবাবুর নতুন প্রেমিকা নাকি আর কেউ নন, বরং অনস্ক্রিন ‘দিদিয়া’ কৌশাম্বী চক্রবর্তী। শোনা যাচ্ছিল সেটে নাকি জমিয়ে প্রেম করছেন তাঁরা।
এতদিন এই নিয়ে জবাব আসেনি দু'তরফেই। তবে শুক্রবার দুপুরে আদৃতের করা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ইঙ্গিত করছে, এতদিন পর যেন এই বিতর্কেই মুখ খুললেন তিনি। কৌশাম্বীর সঙ্গে একটি ছবি শেয়ার করলেন তিনি। আর সেই ছবির ক্যাপশনে নিজেদের বললেন 'বেস্ট ফ্রেন্ড'!
কী লিখেছেন আদৃত রায়? ছোট পরদার সিদ্ধার্থ মোদক লিখেছেন, ‘দুটো মানুষ, যারা অন্যের ব্যাপারে কথা বলে না বা সব কিছুতে নাক গলায় না… মানুষের কাজ হল বলা আর আমাদের কাজ বিন্দাস থাকা। আমার বেস্ট ফ্রেন্ডের সাথে।’ আরও পড়ুন: মিঠাইকে পাশে নিয়ে ‘ভিনদেশি তারা’ গেয়ে উঠল ‘সিদ্ধার্থ’ আদৃত, দেখেছেন সেই ভিডিয়ো?