সোশ্যল মিডিয়ায় এখ♏ন একটাই আলোচনা পরম-পিয়ার বিয়ে। তবে এই বিয়েতে কমবেশি সকলেই অনুপম রায়ের প্রতিক্রিয়া জানতে চান। অনুপম অবশ্য চুপ। শুধু এক সাক্ষাৎকারে প্রাক্তনের বিয়ে নিয়ে তিনি বলেন, ‘আমিও শুনেছি, তবে ওরা আমায় কিছুই জানায়নি।’ অনুপমের সোশ্যাল মিডিয়া জুড়ে যেন শুধুই একাকীত্ব। মুখে সেভাবে🌸 কিছু কথা না বললেও গায়কের সোশ্যাল মিডিয়াতেই যেন ধরা পড়ছে, তাঁর মানসিক অবস্থার ছবি। এমনটাই মনে করছে নেটপাড়া।
পরমব্রত-পিয়ার বিয়ে হয়েছে গত ২৭ নভেম্বর। বিয়ের পর তিনদিন কেটেও গিয়েছে। এখন কোথায় আছেন, কেমন আছেন পিয়ার প্রাক্তন গায়ক স্বামী অনুপম রায়? অনুপমের সোশ্যাল মিডিয়া পোস্ট জানান দিচ্ছে, তিনি এই মুহূর্তে ভাইজ্যাকে (ব♑িশাখাপত্তনম) রয়েছেন। সঙ্গী তাঁর বাবা-মা। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে বাবা-মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন অনুপম রায়। ক্যাপশানে লিখেছেন, ‘সমুদ্রের সঙ্গে কিছু কথা।’
আরও পড়ুন-পরম-পিয়াকে নিয়ে ট্রোলিং, হতাশ স্বস্তিকা বললেন, ‘🦩আমার ১৫বছরের আগের প্রেমকেও টেনে আনল!’
আরও পড়ুন-তাঁর প্রাক্তন পিয়া-ই আজ পরমের বর্তমান, অন♏ুপমের পোস্টে শুধুই একাকিত্ব, দূরে যাওয়ার কথা…
অনুপমের এই পোস্টের নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটপাড়ার অনেকেই তাঁর দুঃখে সমব্যাথী হওয়ার চেষ্টা করেছেন। কেউ লিখেছেন, ‘বাবা মা এর ভালোবাসা অকৃত্রিম ! কোনো বিকল্প হয়নি হবে না’। কারোর কথাౠয়,' মা বাবাই এক মাত্র আমৃত্যু, চিরন্তন সাথী ‘, কারোর মন্তব্য, 'ভিড় ঠেলে এগিয়ে যেতে যেতে..ধাক্কা খেতে খেতে...থেমে যায়'। কেউ আবার অনুপমেরই লেখা গানের লাইন তুলে লিখেছেন, ‘বড়ো এলোমেলো লাগে সব/ আমি ফিকে হয়ে আসি/ আকাশের নীলে আমি কই/ধুয়ে গেছে স্মৃতিরাশি।’ এমনই অজস্র মন্তব্য উঠে এসেছে।
প্রসঙ্গত, বেশকিছুদিন হল শহরে নেই অনুপম রায়। পিয়া চক্রবর্তীর বিয়ের ঠিক একদিন আগেই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন নফ্রান্সিসকোতে। উড়ানের ভিডিয়োতে জুড়েছিলেন নিজেরই লেখা গান, 'সবকিছু ফেলে আজ চলে যাব দূরে…'। এরপর প্রাক্তন পিয়ার বিয়ের দিন অনুপমের পোস্টে উঠে এসেছিল আত্নহত্যার কথা। অরিন্দম চক্রবর্তীর লেখা ধরে লিখেছিলেন, ‘নিজেই নিজেকে মারা, অন্য🌌কে দিয়ে নিজেকে মারানো আর নিজেকে মরতে দেওয়া - এই তিনভাবেই আত্💧মহত্যা সম্ভব। কাজেই নিজেকে উদ্যোগ নিয়ে নিজেকে মারতে হবে - এমন নয়।’ এখন অনুপম দেশে ফিরেছেন ঠিকই তবে এশহরে এখনও ফেরেননি।