অজয় দেবগন বরাবরই নিজের কাজ নিজেই করতে ভালোবাসেন। বডি ডাবল ব্যবহার করেন না তেমন। অ্যাকশন দৃশ্য বা অন্য কোনও রোমহর্ষক সিন সবটা নিজেই করেন। আর সেটা করতে গিয়েই পুনরায় আঘাত পেলেন তিনি। সিংঘম ৩ এর শুটিংয়ে গুরুতর চোট পেয়েছেন অভিনেতা। তাও চোখে। এখন 🎃একাধিক চিকিৎসককে দেখাচ্ছেন তিনি দ্রুত সুস্থ হওয়ার জন্🍬য।
অজয়ের চোটের জন্য বাতিল সিংঘম ৩ এর শুটিং
সূত্রের তরফে জুমকে জানানো হয়েছে, অজয় দেবগন আহত হওয়ার দরুন আটকে গিয়েছে সিংঘম ৩ এর কাজ। সেই ব্যক্তির কথা 𒐪অনুযায়ী, 'অজয় আহত হওয়ার কারণে যেটা হয়েছে সিংঘম ৩ এর শুট ক্যানসেল হয়ে গিয়েছে। ও এখনও সুস্থ হয়ে ওঠেনি।🌞 এক সপ্তাহ আগে শুট শুরু হওয়ার কথা ছিল। কিন্তু হয়নি।'
আরও পড়ুন: ক্যামেরার সামনেই স্ত্রীকে ♔চড় মারতে গেলেন ভিকি! বিগ বসে বরের কাণ্ডে স্তম্ভিত অঙ্কিতা
আরও পড়ুন: 'আমার সামনেই হস্তমৈথুন করেন', ভিন ডিজেলের নামে শ্ꦑলীলতাহানির অভিযোগ প্রাক্তন সহকারীর, ১৩ বছর পর করলেন কে🧜স
আরেকটি সূত্রের তরফে টাইমস নাও🃏কে জানানো হয়েছে, 'এখন যখন ফের শুটিং শুরু হবে তখন সিংঘম ৩ এর টিম আগে হায়দ্রাবাদে শুট করবে বলে মনে হচ্ছে। ২০২৪ এর শুরুর দিক থেকেই কাজ শুরু হয়ে যাবে। মুম্বই শুট যেটা এই মাসে অর্থাৎ ২০২৩ এর ডিসেম্বরে হওয়ার কথা ছিল সেটা এবার হায়দ্রাবাদ শিডিউলের পরই হবে।'