ইন্ড্রাস্টিতে কান পাতলেই এখন অগস্ত্য নন্দার সঙ্গে সুহানার প্রেমের গুঞ্জন। আর এবার সুহানা খানের ইনস্টাগ্রাম পেজ দেখে অবাক হয়েছে গোটা নেটদুনিয়া। কারণ? অভিনেত্রী সম্প্রতি তাঁর কিছু দারুণ কিছু ছবি শেয়ার করেছেন। আর সুহানার সেই ছবি প্রকাশ্যে আসতেই শ্বেতা বচ্চন থেকে তাঁর মেয়ে নভ্যা নাভেলি নন্দা অভিনেত্রীকে প্রশংসা ভরিয়ে দিয়েছেন। আর তা ফের উস্কে দিয়েছে অগস্ত্য-সুহানার প্রꦗেমের গুঞ্জন।
ছবিতে সুহানা খানকে গোল্ডেন বডিকন পোশাকে দেখা গিয়েছে। সুহানা গ্ল্যামারাস মেক🔜আপ করে এবং খোলা চুলে ধরা দিয়েছেন তাঁর এই লুক ককটেল পার্টির জন্য একেবারে অনবদ্য।
আরও পড়ুন: ইচ্ছেপূরণ রবিনা-কন্যার! মাকে সঙ্গে নিয়েই নাগেশ্ব🅷র জ্য꧃োতির্লিঙ্গ দর্শন রাশার
সুহানা খান কোনও ক্যাপশন ছাড়াই ছবিগুলি শেয়ার করেছেন। ছবি দেখেই তাঁকে ভালোবাসায় ভরে দিয়েছেন শ্বেতা বচ্চন। তিনি ছবিতে কমেন্ট করে লিখেছেন, ‘তোমাকে সুন্দর লাগছে।’ নভ্যা নাভেলি নন্দা 🅠লিখেছেন, ‘সু’। আসলে সুহানা খানের প্রিয় বন্ধু তিনি। তবে তাঁরা ছাড়াও অভিনেত্রী অনন্যা পান্ডে লিখেছেন, ‘ওয়াওউউউউ’। অভিনেত্রী বনিতা সান্ধু মন্তব্য সুহানাকে ‘গোল্ডেন গার্ল’ বল𝓰ে মন্তব্য করেছেন।
প্রসঙ্গত, সুহানা খান বেশ কিছুদিন ধরেই শ্বেতা বচ্চনের ছেলে অগস্ত্য নন্দার𒁃 সঙ্গে ডেট করছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এমনকি কোল্ডপ্লে-এর মুম্বই কনসার্টেও তাঁদের দু'জনকে একসঙ্গে দেখা গিয়েছিল। সুহানার কাজিন বোন আলিয়া তাঁদের ছবি প𝕴্রকাশ্যে নিয়ে এসেছিলেন।
আরও পড়ুন: সেক্রেটা🦄রি জন্🐎য শাহরুখের সঙ্গে ছবি করার সুযোগ হাতছাড়া হয় আমিশার?
মিউজিক্যাল⭕ নাইট সহ আরও নানা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন আলিয়া। আর সেই পোস্ট প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই তা ভক্তদের নজরকাড়ে। এতে অগস্ত্য নন্দাকে একটি কালো পোশাকে দেখা গিয়েছিল। ছবিগুলি ܫপোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, ‘এটাকে খুব সহজেই জাদু বলতে পারেন।’
তাছাড়া গত মাস😼ে আলিবাগে সুহানা খান এবং অগস্ত্য নন্দাকে একসঙ্গে দেখা গিয়েছিল। সুহানার বাবা সুপারস্টার শাহর💯ুখ খানের ফার্মহাউসে নববর্ষ উদযাপনে তাঁরা যোগ দিয়েছিলেন। সেখানে তাঁদের একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে একটি ফ্যান পেজ শেয়ার করেছে।
সুহ🔜ানা খান এবং অগস্ত্য নন্দাকে জোয়া আখতারের ‘দ্য আর্চিস’-এর মাধ্যমে তাঁরা বি-টাউনে পা রেখেছিলেন। ‘দ্য আর্চিস’ কমিক্সের উপর ভিত্তি করে তৈরি এই ছবি ২০২৩ সালে নেটফ্লিক্সে এটি মুক্তি পায়।
কাজের সূত্রে,💜 এরপꦯর সুহানাকে শাহরুখ খানের সঙ্গে সুহানা খানকে ‘কিং’ ছবিতে দেখা যাবে।