মেগাস্টার অমিতাভ বচ্চন কিনলেন নিজের ক্রিকেট টিম। ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (ISPL)-এর মুম্বই টিম কিনলেন বিগ বি। ২-৯ মার্চ মুম্বইতে হবে উদ্বোধন। থাকবে ১৯টি ম্যাচ। আর খেলায় অংশ নেবে হায়দরাবাদ, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা।
প্রেস রিলিজে বলা হয়েছে, রাস্তায় ক্রিকেট খেলা অভিনব সব প্রতিভাধারীদের সুযোগ করে দেওয়াই উদ্দেশ্য আইএসপিএল-এর। যার ফলে তাঁদের খেলার স্টাইল পৌঁছে যেতে পারে গোটা বিশ্বের কাছে।
নিজের টিম কেনা নিয়ে টুইটারে একটি পোস্টও করেছেন অমিতাভ। লিখেছেন, ‘এ এক উত্তেজনাপূর্ণ, মহৎ, সাহস এবং যত্নে ভরা আইডিয়া। ISPL-এর সূচনা - স্ট্রিট প্রিমিয়ার লীগ! তাদের জন্য একটি সুযোগ যারা রাস্তায়, গলিতে তাদের সক্ষমতা প্রদর্শন করেছে। এখন সময় হল পেশাদারভাবে একটি দলের জন্য নির্বাচিত হওয়ার এবং বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের সামনে আনুষ্ঠানিক সেটআপে এই মানুষগুলোর প্রতিভাকে তুলে ধরা।’
‘টিমের মালিক হিসেবে মুম্বইয়ের সঙ্গে থাকা আমার জন্য সম্মানের। সঙ্গে একদম অন্য ধরনের একৃটি কাজ। স্বপ্নদর্শী ভবিষ্যতের জন্য প্রতিভাদের উৎসাহ দেওয়াই এখন লক্ষ।’, আরও লিখলেন অমিতাভ নিজের টুইটে।
অমিতাভের পাশাপাশি ক্রিকেট দল কিনেছেন অক্ষয় কুমার আর হৃতিক রোশনও। যথাক্রমে শ্রীনগর ও বেঙ্গালুরুর দল কেনেন তিনি। আর মুম্বইয়ের তারকাদের উপস্থিতি যোগ হতেই চর্চায় এসে গিয়েছে আইএসপিএল। টানটান উত্তেজনায় ভরা টি-১০ ক্রিকেট দেখতে পাবে দর্শকরা।
এদিকে, অমিতাভের নতুন দল কেনার খবর আবারও উসকে দিয়েছে বচ্চন পরিবারে ভাঙনের খবর। একাধিক নিউজ রিপোর্টে দাবি করা হয়েছে যে, শ্বশুরবাড়ি থেকে আলাদা থাকছেন ঐশ্বর্য। মা বৃন্দা রাইয়ের কাছে চলে গিয়েছেন, সঙ্গে মেয়ে আরাধ্যা। শাশুড়ির সঙ্গে নাকি বহু বছর ধরে কথা বন্ধ ঐশ্বর্যর। বিশেষ করে সমস্যা বাড়তে শুরু করে তখন থেকে, যখন থেকে অমিতাভ-কন্যা শ্বেতা থাকতে চলে আসানে পাকাপাকিভাবে বাপের বাড়িতে।
এদিকে শোনা যাচ্ছে প্রতীক্ষা বাংলোটি ইতিমধ্যেই মেয়ে শ্বেতার নামে লিখে দিয়েছেন অমিতাভ। গিফট ডিডের কাগজের ছবিও সামনে আসে। ৫০ লাখ স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছে। যদিও সম্পত্তির বর্তমান মূল্য ৫০ কোটিরও উপরে। একসময় মা আর বাবার সঙ্গে এই বাড়িতেই থাকতেন অমিতাভ।
বচ্চন পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ এক সূত্র জুম-কে জানিয়েছে, ‘ডিভোর্স নেওয়ার কোনও সম্ভাবনা আপাতত নেই। কারণ কোন পক্ষই চাইবে না নিজেদের গায়ে কালি ছিটোতে। তবে, মা আর বউয়ের মধ্যে পড়ে সবচেয়ে সমস্যাতে অভিষেকই।’