শেষ হতে চলেছে গাঁটছড়া। স্টার জলস🃏ার বর্তমানে যে ধারাবাহিকগুলো চলছে তার মধ্যে অন্যতম পুরনো ধারাবাহিক যা প্রায় দুই বছর চলার পর শেষ হতে চলেছে। আগামী ১৪ ডিসেম্বর শেষবারের মতো সম্প্রচারিত হবে এটি। তার আগেই মন খারাপের সুর অনিন্দ্যর পোস্টে।
গাঁটছড়া নিয়ে কী লিখলেন অনিন্দ্য?
এদিন অনিন্দ্য চট্টোপাধ্যায় একটি স্ক্রিপ্টের ছবি পোস্ট করেন। উপরꦯ রাখ🍸া একটি চশমা। এই সাদা কালো ছবিটির মধ্যে লেখা, '২ বছর, ৭২০ টার বেশি পর্ব। সঙ্গে তিনটি সম্মানীয় পুরস্কার নেতিবাচক চরিত্রের জন্য।' এটার সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন, 'এবার শেষের পালা।'
আরও পড়ুন: ‘কিছু দরকার হলে বলবি’, অগস্ত্যকে বার্তা 'গর্বিত মামু' অভিষেকের, ‘✨তোকে মিস করছি’, আদুরে মেসেজ সুহানার
আরও পড়ুন: 'আমায় মাফ করো...' ফোন করে ডাঙ্কির জন্য ভিꦡকির কাছে ক্ষমা চান শাহরুখ! কেন?
এই ধারাবাহিকে তিন ভাই এবং তিন বোনের গল্প দেখানো হচ্ছে। সেখানে তিন ভাইয়ের মধ্যꦑে একমাত্র নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন অনিন্দ্য। তাঁর বিপরীতে দ্যুতির চরিত্রে আছেন শ্রীমা ভট্টাচার্য। তাঁদের জুটিটাই নেতিবাচক শেডের ছিল। তবে বিগত এই দুই বছরে দর্শকদের থেকে দারুণ সাড়া পেয়েছে তারকাখচিত এই সিরিয়াল। আজকাল যেখানে তিন চার মাস চলেই ধারাবাহিক বন্ধ হয়ে যꦓায় সেখানে একটা দীর্ঘ পথ পার করার পর মন খারাপ সবার। সেটারই ঝলক যেন উঠে এল অনিন্দ্যর পোস্টে।