আরও একবার পরিচালকের আসনে বসতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। অভীক সরকারের লেখা 'ভোগ'-এর গল্প নিয়ে নতুন ওয়েব সিরিজ বানাতে চলেছেন অভিনেতা-পরিচালক। আর এবার তাঁর সঙ্গী অভিনেত🍸া অনির্বাণ ভট্টাচার্য। এই প্রথমবার পরমব্রতর পরিচালনায় কাজ করতে চলেছেন 𝓡তিনি। OTT প্ল্যার্টফর্ম 'হইচই'-এর জন্য এই সিরিজ বানাতে চলেছেন পরমব্রত।
আরও একবার বইয়ের পাতার গল্প উঠে আসবে OTT-র পর্দায়। ‘ভোগ’-এর গল্প যাঁরা পড়েছেন, তাঁরা হয়ত ইতিমধ্যেই গল্পটা জানেন, কেউ কেউ হয়ত গল্প পড়ার সময়ই নিজেদের মতো করে চরিত্রগুলি কল্পনাও করে নিয়েছেন। বইয়ের পাতায় পড়া, কল্পনা করা🌟 সেই চরিত্রগুলিকেও এবার পাঠকরা দৃশ্যায়নের মাধ্যমে দেখতে পারবেন। যাঁরা পড়ে উঠতে পারেননি, তাঁরাও এই সিরিজের মাধ্যমে গল্পটা জেনে ফেলতে দেখে ফেলতে পারবেন। এই গল্প পৌরা𓆏নিক-থ্রিলারধর্মী।
অভিনেতা হিসাবে পরমব্রত-অনির্বাণ দুজনেই একে অপরের সঙ্গে কাজ করেছেন। তবে কেউ কারোর পরিচালনায় কাজ করেননি। আর এবার বন্ধুু পরমব্ಌরতর পরিচালনায় কাজ করতে চলেছেন পর্দার 'খোকা'। ইতিমধ্যেই সামনে এসেছেন ভোগ-এর ফার্স্টলুক। হঠাৎ করে সেই 🧸ছবি দেখে অনেকেই হয়ত ভেবে ফেলবেন, বাংলায় কি তবে 'শার্লক হোমস' তৈরি হচ্ছে?

ছবিতে দেখা যাচ্ছে, অনির্বাণ বসে রয়েছেন, তাঁর পরনে সাদা শার্টের উপর কালো ব্লেজার চাপানো। গলায় টাই বাঁধায়, মাথায় কালো হ্যাট (টুপি)। তাঁর ঠিক পিছনেই একইরকম পোশাকে দাঁড়িয়ে পরমব্রত চট্টোপাধ্যায়। শুধু মাথার হ্যাট-টুকু নেই। তবে পরমব্রতর দিকে ভালো কꦫরলে দেখলেই খেয়াল করবেন তাঁর হাতে রয়েছে একটা বই। যাতে লেখা 'ভোগ'। আর তখনই বিষয়টা স্পষ্ট হয়।
জানা যাচ্ছে, এই সিরিজে অনির্বাণ ওছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রজতাভ দত্ত। বাকি কোন চরিত্রে কোন অভিনেতাকে দেখা যাবে, সেবিষয়টি এখনও জানা যায়নি।🌞 জানা যাচ্ছে, চিত্রনাট্য ও সংলাপ লিখছেন শান্তনু নিয়োগী স্বয়ং। একাকী মানুষের জীবনকে কেন্দ্র করেই এগোবে ‘ভোগ’-এর কাহিনী। চিত্রনাট্য ও সংলাপ লিখছেন শান্তনু নিয়োগী ও পরমব্রত চট্টোপাধ্যায় নিজে।
'ভোগ'-এর গল্পে দেখা যায়, একটা কিউরিয়োর দোকান থেকে হঠাৎ একটি পিতলের মূর্তি হাতে আসে অতীন নামে সেই একাকী মানুষটির কাছে। এই রহস্যময় মূর্তিকে ঘিরেই তার জীবন হঠাৎ বদলে যেতে𝓰 শুরু করে। শেষ পর্যন্ত কী হয়, তারই উত্তর দেবে এই ওয়েব সিরিজ 'ভোগ'। প্রসঙ্꧒গত, পরমব্রতর পরিচালনায় 'নিকষছায়া' এবং 'পর্ণশবরীর শাপ' ইতিমধ্যেই বহু দর্শকের পছন্দ হয়েছে।