বাংলা নিউজ > বায়োস্কোপ > Ankush-Oindrila: নতুন ছবির শ্যুটিং শুরু, ছেলে প্রণাম করতেই গালে চুমু দিয়ে আদর অঙ্কুশের বাবা-মায়ের, নেটপাড়া বলছে…
পরবর্তী খবর
১৪ ফেব্রুারি, ভ্যালেন্টাইন্স ডে-র দিনই নতুন ছবির কথা ঘোষণা করেছিলেন অঙ্কুশ হাজরা। এবার আসছে অঙ্কুশের নতুন ছবি 'নারী চরিত্র বেজায় জটিল'। আর অবশেষে ৮ মার্চ নারী দিবসেই সামনে এল সেই ছবির প্রথম পোস্টার। আর ১৬ মার্চ অবশেষে বাবা-মায়ের আশীর্বাদ নিয়ে সেই ছবির শ্যুটিং শুরু করলেন অঙ্কুশ।
ছবির শ্যুটিংয়ে যাওয়ার আগে বাবা প্রদীপ হাজরা ও মা রমা হাজরার পা ছুঁয়ে প্রণাম করতে ও আশীর্বাদ নিতে দেখা যায় অভিনেতাকে। ছেলে পা ছুঁয়ে প্রণাম করা মাত্রই তার গালে স্নেহের চুম্বন এঁকে দেন অভিনেতার বাবা-মা। সেই সুন্দর মুহূর্তটি উঠে এসেছে টলি অনলাইনের ইনস্টাগ্রামে। প্রসঙ্গত, এই ছবির জন্য আরও একবার 'মির্জা'র পরিচালক সুমিত সাহিলের সঙ্গেই আরও একবার জুটি বাঁধছেন অভিনেতা।
আরও পড়ুন-ছোট্ট অনীকের গানে মুগ্ধ! এবার দাদার ইন্টারভিউতে এসে সরগম শোনাল ২ বছরের ভাই..