চলচ্চিত্র নির্মাতা অনুভব সিনহার নেটফ্লিক্স শো IC814 : কান্দাহার হাইজ্যাক , সন্ত্রাসীদের আসল নাম হিন্দু নামে পরিবর্তন কর🍸ার অভিযোগে সমালোচনার মুখে পড়েছে৷ এই বিতর্কের মধ্যে, মুম্বইতে একটি প্রচারমূলক সংবাদ সম্মেলন অনুষ🔯্ঠিত হয়েছিল, এতে উপস্থিত ছিলেন নাসিরুদ্দিন শাহ , পঙ্কজ কাপুর, বিজয় ভার্মা , পত্রলেখা, দিয়া মির্জা এবং পরিচালক সহ অন্যান্য কাস্ট সদস্যরা।
সাংবাদিকের সঙ্গে তর্কে জড়ালেন অনুভব সিনহা
এই টিমটি সাধারণত সমালোচনা এড়িয়ে যায়। তবে এক সাংবাদিক সিনহাকে অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে তিনি কোনও প্র𒐪তিক্রিয়া দিতে রাজি হননি। এমনকি তাঁকে প্রতিবেদকের সঙ্গে তুমুল তর্ক-বিতর্কও করতে দেখা গিয়েছে।
হোস্টের হস্তক্ষেপের চেষ্টা সত্ত্বেও, সাংবাদিক জেদ ধরেছিলেন এবং তাঁর 🅰প্রশ্নের পুনরাবৃত্তি করতে থাকেন। এরপর ক্ষণিক বিরক্ত হয়েই অনুভব অবশেষে উত্তর দেন, ‘কে? এটা কি আপনার প্রশ্ন? এই প্রশ্ন আপনি 𒈔নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি সিরিজটি দেখেছেন?’
এরপর 🤡তিনি যোগ করেন, ‘আমি আপনার সঙ্গে কথা বলতে পারবো না,♕ আপনি সিরিজটা দেখেননি।'
আরও পড়ুন: (‘ওঁর সঙ্গে প্রথম দেখা.♛..’ সিদ্ধার্থর সঙ্গে প্রেমের শুরুর দিনগুলি নিয়ে কী বললেন অদিতি)
ইন্টারনেট প্রতিক্রিয়া
তবে এই তর্ক নেটিজেনরা ভালোꦯ চোখে দেখেননি। প্রশ্নের উত্তর না দেওয়ায় অনেকেই চলচ্চিত্র নির্মাতাকে তিরস্কার করেছেন।
একটি মন্তব্যে লেখ𝔉া হয়েছে: ‘দুঃখিত অনুভব, আপনি এইভাবে কথা বলতে পারেন না। আপনি এই সিরিজটি তৈরি করে কোনও উপকার করেননি✤ এবং সাংবাদিক এটি দেখতে বাধ্য নন।‘
অন্য ꦏএকজন লিখেছেন, ‘এই মনোভাবের কোনও প্রয়োজন নেই আপনি বিতর্কিত চলচ্চিত্র বানাতে চান, তাই সমস্ত প্রতিক্রিয়ায় অ🌠ংশ নেওয়ার ক্ষমতা থাকার প্রয়োজন।'
আরও পড়ুন: ('ফুলের ওপর ফুলের দিন শেষ', যৌন স্বাস্থ্য দিব꧅সে এই প্রসঙ্গে কী বললেন OMG ২-ছত্রিওয়ালির পরিচালকরা)
IC814- এ Netflix : কান্দাহার হাইজ্যাক বিতর্ক
সিরিজ মুক্তির পর নেটপাড়ার একটা অংশ দাবি করে, যে নির্মাতারা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের সন্ত্রাসীদের আড়ার করার জন্য হ্যাইজ্যাকারদের নাম 'শঙ্কর' এবং 'ভোলা' রেখেছেন। এরপরই শুরু হয় #বয়কটনেটফ্♔লিক্স ট্রেন্ড।
অনুভব সিনহাꦛ পরিচালিত এই সিরিজটি ১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর পাঁচ সন্ত্রাসী দ্বারা ইন্ডিয়ান এয়ারলাইন্সের আইসি -৮১৪ বিমান ছিনতাইয়ের উপর ভিত্তি করে নির্মিত, যে বিমানটি কাঠমান্ডু থেকে দিল্লি আসছিল। গত ২৯ শে অগস্ট নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হয়েছে এই সিরিজের। যেখানে অভিনয় করছেন বিজয় বর্মা, নাসিরুদ্দিন শাহ, পঙ্কজ কাপুর, পত্রলেখার মতো তারকারা। অনুভব সিনহার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে তথ্য বিকৃত করার অভিযোগ আনা হয়েছে।
নেটফ্লিক্স প্রধানকে কেন তলব করা হয়েছে, এই প্রশ্নের উত্তরে এক সরকারি আধিকারিক স🌟ংবাদ সংস্থা এএনআই জান☂িয়েছে, ‘দেশের মানুষের ভাবাবেগ নিয়ে খেলা করার অধিকার কারও নেই। ভারতের সংস্কৃতি ও সভ্যতাকে সবসময় সম্মান করা উচিত। কোনও কিছু ভুল ভাবে চিত্রিত করার আগে ভাবা উচিত’।
১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর কাঠমান্ডু থেকে দিল্লিগামী বিমান আইসি-৮১৪ ছিনতাই করে পাঁচ জঙ্গি- ইব্রাহিম আথার, সানি আহমেদ কাজি, জহুর ইব্রাহিম, শহীদ আক্তার ও সৈয়𝓡দ শাকির। ১৫৪ জন যাত্রী ও ক্রুকে আট দিন আটকে রাখা হয় আফগানিস্তানের কান্দাহারে।𒅌 কট্টর জঙ্গি মাসুদ আজহার, ওমর শেখ এবং মুস্তাক আহমেদকে ভারত সরকার মুক্তি দিলেই মিলবে রেহাই, সাফ জানিয়েছিল হ্যাইজ্যাকাররা। ভারত সরকার অবশেষে সেই দাবি মেনে নেয়। তৎকালীন বিদেশমন্ত্রী যশবন্ত সিং একটি বিশেষ বিমানে কান্দাহারে নিয়ে যান তিন জঙ্গিকে নিয়ে। সেই ভূমিকায় ছবিতে অভিনয় করেছেন পঙ্কজ কাপুর।