চলচ্চিত্র নির্মাতা অনুভব সিনহার নেটফ্লিক্স শো IC814 : কান্দাহার হাইজ্যাক , সন্ত্রাসীদের আসল নাম হিন্দু নামে পরিবর্তন করার অভিযোগে সমালোচনার মুখে পড়েছে৷ এই বিতর্কের মধ্যে, মুম্বইতে একটি প্রচারমূলক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, এতে উপস্থিত ছিলে𒊎ন নাসিরুদ্দিন শাহ , পঙ্কজ কাপুর, বিজয় ভার্মা , পত্রলেখা, দিয়া মির্জা এবং পরিচালক সহ অন্যান্য কাস্ট সদস্যরা।
সাংবাদিকের সঙ্গে তর্কে জড়ালেন অনুভব সিনহা
এই টিমটি সাধারণত সমালোচনা এড়িয়ে যায়। তবে এক সাংবাদিক সিনহাকে অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে তি🃏ন🎶ি কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি। এমনকি তাঁকে প্রতিবেদকের সঙ্গে তুমুল তর্ক-বিতর্কও করতে দেখা গিয়েছে।
হোস্টের হস্তক্ষেপের চেষ্টা সত্ত্বেও, সাংবাদিক জেদ ধরেছিলেন এবং তাঁর প্রশ্নের পুনরাবৃত্তি করত💮ে থাকেন। এরপর ক্ষণিক বিরক্ত হয়েই অনুভব অবশেষে উত্তর দেন, ‘কে? এটা𝔉 কি আপনার প্রশ্ন? এই প্রশ্ন আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি সিরিজটি দেখেছেন?’
এরপর তিনি যোগ করেন,🍬 ‘আমি আপনার সঙ্গে কথা বলতে পারবো না, আপনি সিরিজটা দেখেননি।'
আরও পড়ুন: (‘ওঁর সঙ্গে প্রথম দেখা...’ সিদ্ধার্থর সঙ্গে প্রেমের শুরুর দি🐼নগুলি নিয়ে কী বললেন অদিতি)
ইন্টারনেট প্রতিক্রিয়া
তবে এই তর্ক নেটিজেনরা ভ⭕ালো চোখে দেখেননি। প্রশ্নের উত্তর♌ না দেওয়ায় অনেকেই চলচ্চিত্র নির্মাতাকে তিরস্কার করেছেন।
একটি মন্তব﷽্যে লেখা হয়েছে: ‘দুঃখিত অনুভব, আপনি এইভাবে কথা বলতে পারেন না। আপনি এই সিরিজটি তৈরি করে কোনও উপকার করেননি এবং সাংবাদিক এটি দেখতে বাধ্য নন।‘
অন্য একজন লিখেছেন,ꦡ ‘এই মনোভাবের কোনও প্রয়োজন নেই আপনি বিতর্কিত চলচ্চিত্র বানাতে চান, তাই সমস্ত প্রতিক্রিয়ায় অংশ নেওয়ার ক্ষমতা থাকার প্রয়োজন।'
আরও পড়ুন: ('ফুলের ওপর ফুলের দিন শেষ', যৌন স্বাস্থ্য দিবসে এই প্রসঙ্গে কী বললেন OMG ২-ছ♔ত্রিওয়ালির পরিচালকꦑরা)
IC814- এ Netflix : কান্দাহার হাইজ্যাক বিতর্ক
সিরিজ মুক্তির পর নেটপাড়ার একটা অংশ দাবি করে, যে নির্মাতারা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের সন্ত্রাসীদের আড়ার করার জন্য হ্যাইজ্যাকারদের নাম 'শঙ্কর' এবং 'ভোলা' 🔜রেখেছেন। এরপরই শুরু হয় #বয়কটনেটফ্লিক্স ট্রেন্ড।
অনুভব সিনহা পরিচালিত এই সিরিজটি ১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর পাঁচ সন্ত্রাসী দ্বারা ইন্ডিয়ান এয়ারলাইন্সের আইসি -৮১৪ বিমান ছিনতাইয়ের উপর ভিত্তি করে নির্মিত, যে বিমানটি কাঠমান্ডু থেকে দিল্লি আসছিল। গত ২৯ শে অগস্ট নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হয়েছে এই সিরিজের। যেখানে অভিনয় করছেন বিজꦐয় বর্মা, নাস🐬িরুদ্দিন শাহ, পঙ্কজ কাপুর, পত্রলেখার মতো তারকারা। অনুভব সিনহার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে তথ্য বিকৃত করার অভিযোগ আনা হয়েছে।