অনুপম রায়ের গানের সুরে মুগ্ধ আপামর বাঙালি। তিনি বাংলার তো বটেই বলিউডের 💟অন্যতম খ্যাতনামা সঙ্গীত পরিচালক। কিন্তু এদিন তিনি একটি বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। কেন? দীপাবলির নিয়ে তাঁর করা একটি পোস্ট নিয়েই বেঁধেছে যত ঝামেলা। কী হয়েছে?
আরও পড়ুন: খিচুড়ি গল্পে মাধুরী-বিদ্যার নাচ, কার্তিকের কমেডি যেন সুস্বাদু লাবড়া! কেমন হল ভুল ভুলাইয়াꦛ ৩?
আরও পড়ুন: ইকলাখের খোলস ছেড়ে দেব এবার ‘শ্যাম’! দ♍ীপাবলির শুভেচ্ছা জানিয়ে খাদানের কোন আপডেট দিলেন?
দিওয়ালি নিয়ে কী লিখেছেন অনুপম?
এদিন অনুপম রায় দীপাবলির শুভেচ্ছা জানিয়ে যে পোস্ট করেছেন সেখানে তিনি স্পষ্ট ভাবেই লিখে দেন যে বাঙালিদের উৎসব কালীপুজো। দিওয়ালি নয়। এই বিষয়ে তিনি তাঁর পোস্টে লেখেন, ' বাঙালিকে আরও একটু সচেতন হতেই হবে নিজেদের বাঁচিয়ে রাখার জন্য। নাহলে কালীপুজো কেড়ে নিয়ে আমাদের ঘাড়ে দিওয়ালি চাপিꦆয়ে দেওয়া হবে। জাগো বাঙালি।'
অনুপমের পোস্টে তাঁকে সমর্থন করেন বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। তিনি গায়কের পোস্ট রিটুইট করে লেখেন, 'অনেক ধন্যবাদ অনুপম দাকে। দেওয়ালে পিঠ ঠেকার আগে দেওয়াল জুড়ে লেখ। হিন্দি আধিপত্য নিপাত যাক। বাংলা বাঙালির। ♛ফেলুদা কালী, মগনলাল দিওয়ালি।' এর জবাবে অনুপম ফের লেখেন, 'জয় বাংলা।'
কে কী বলছেন?
অনুপমের এই কথাটাই অনেকে ভালো ভ🐎াবে নেননি। বরং কটাক্ষ করেছেন। তাঁদের মতে এই ভাবে নাকি গায়ক বিদ্বেষ ছড়াচ্ছেন। বাংলাদেশি স্লোগান ( জয় বাংলা ) দিচ্ছেন। একই সঙ্গে বিদ্রুপের সুরে বলা হয়, তিনি ✃যা লিখেছেন সবটাই নাকি 'কালীঘাট ব্যানার্জি'র কথায়, অর্থাৎ মুখ্যমন্ত্রীর কথা।
আরও পড়ুন: রিহ্যাব থেকে ছাড়া পাওয়ার 🎐মাস ঘুরতে না ঘুরত🥀েই ফের মঞ্চে নোবেল, কথা মতো সত্যিই কি বদলালেন নিজেকে?
এক ব্যক্তি অনুপম রায়কে কটাক্ষ করে লেখেন, 'বাংলায় কালী পুজো তো হবেই, সাথে দিওয়ালিও। কারও বাপের বাপ আটকাতে পারবে না, আর মনে রাখিস জয় বাংলা হল বাংলাদেশী স্লোগান। জয় মা কালী, জয় বাঙালি, জয় শ্রী রাম।' আরেকজন লেখেন, 'অনুপম রায় তৃণমূল ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার আগে: সবাইকে দিওয়াল🦂ির শুভেচ্ছা জানাচ্ছি। তৃণমূল ভাইরাস শরীরে ঢোকার পর: দিওয়ালি খারাপ ভাই! অবাঙালিদের ওসব। বোঝো বাবা! রাজনৈতিক চাপ যে! আমায় অন্যদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে হবে কালীঘাট ব্যানার্জির 🌃বাড়িকে তুষ্ট করতে।'