সদ্যই অনুষ্ঠিত হয়ে গেল পশ্চিমবঙ্গ মোশন পিকচার আর্টিস্ট ফোরামের ২৫ তম জন্মদিন। সেদিন টলিউডের এক ঝাঁক অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে উপস্থিত ছিলেন খোদ অপরাজিতা আঢ্য। তিনি এই ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী এবং পরিচিত মুখ। গত ২৭ বছর ধরে এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তিনি। এত প্র🀅তিযোগিত♋া, এত কিছুর মধ্যেও এত বছর এখানে টিকে থাকার রহস্য কী সেটা নিজেই জানালেন সবার প্রিয় 'অপা দি।'
এদিনের এই অনুষ্ঠা♈নে ঢুকতে গিয়েই অপরাজিতার সঙ্গে দেখা হয়ে যায় তাঁর বহু পুরনো বন্ধু কমলিকা বন্দ্যোপাধ্যায়ের। তাঁকে দেখে রীতিমত চিল চিৎকার করে হেসে ওঠেন তিনি। আশপাশে যাঁরা ছিলেন তাঁরা তো বটেই, যাঁরা ভিডিয়ো দেখছিলেন তাঁরা পর্যন্ত সবাই চমকে উঠেছেন তাঁর সেই 'ভুতুড়ে' হাসি শুনে। প্রসঙ্গত তাঁদের একসঙ্গে ‘এক আকাশের নিচে’ ধারাবাহিকে দেখা যেত।
আর্টিস্ট ফোরাম প্রসঙ্গে কথা বলতে গিয়েই ইমেজ বেঙ্গলকে দেওয়া একটি সাক্ষাৎকারে অপরাজিতা বলেন, 'আমি ২৭ বছর এই ইন্ডাস্ট্রিতে আছি। ফলে আর্টিস্ট ফোরামের একদম শুরু থেকেই, গোটা ২৫ বছর ধরেই আমি এটার সঙ্গে যুক্ত। এই ২৫ বছরের সফরে আমরা অনেককে হারিয়েছি। আমাদের মাথার উপর বট গাছের মতো সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছায়া সরে গিয়েছে আরও অনেকেই চলে গিয়েছেন। তবুও আমাদে🃏র আজকের অনুষ্ঠানটা হচ্ছে।'
আরও পড়ুন: ‘চিনি-২’ নাকি আরও মিষ্টি হবে! অপরাজিতা-মধুমিতাকে নিয়েই ফিরছ🍎েন ম🦂ৈনাক
দেখতে দেখে কেরিয়ারের ২৭ বছর পার। পাওয়ার ঝুলি কতটা ভরল এই কবছরে? অপরাজিতার কথ🍰ায়, 'এই ইন্ডাস্ট্রি থেকে সব পেয়েছি, এই ইন্ডাস্ট্রি আমায় সব দিয়েছে।' কিন্তু এত বছর টিকে থাকার রহস্য কী? অভিনেত্রীর কথায়, ‘নিজেকে আপডেট করতে লাগে। ইন্ডাস🔴্ট্রিতে প্রতি পাঁচ বছর অন্তর একটা বিপুল পরিবর্তন আসে। সেটার সঙ্গে তাল মিলিয়ে নিজেকে আপডেট করতে হয়।’
প্রসঙ্গত সদ্যই মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘চিনি ২’। যদিও বক্স অফিসে এখনও তেমন সাড়া পায়নি এই ছবি। তবুও অপরাজিতꦬা আশাবাদী যে এটা বক্স অফিসে ভালো ফল করবে। এখানে তিনি ছাড়াও মধুমিতা সরকার, সৌম্য মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, লিলি চক্রবর্তী, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে।