অরিন্দম শীলের বিরিদ্ধে যৌন হেনস্থার অভিযোগে আসতেই তাঁকে সাসপেন্ড করা হয়েছিল ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে। আর এবারও এই ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পরিচালক। ইন্ড্রাস্ট্রির উপর রাগ উগড়ে দিয়ে বললেন, ‘আমাকে ফাঁসানো হয়েছে’।
যৌন হেনস্থার অভিযোগের বিরুদ্ধে বিস্ফোরক অরিন্দম শীল
আরজি কর কাণ্ড নিয়ে যখন উত্তাল ছিল রাজ্য ঠিক তখনই টলিউডের একাধিক ব্যক্তির নামে বেশ কিছু অভিযোগ ওঠে। আর তাঁদেরই অন্যতম হলেন অরিন্দম শীল। যৌন হেনস্থার অভিযোগে আসতেই তাঁকে সাসপেন্ড করা হয়েছিল ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে। তাছাড়াও এক অভিনেত্রী পরিচালকের বিরুদ্ধে এফআইআর করেছিলেন। তবে এই বিষয়ে প্রথম থেকেই অরিন্দম সাফাই দিয়েছেন, ওই ঘটনা স্রেফ একটা ‘অ্যাক্সিডেন্ট’ ছিল। অরিন্দম বলেছিলেন, ‘শুট চলাকালীন ওঁর গালের পাশে আমার মুখটা লেগেছিল একবার। এটা পুরোটাই একটা অ্যাক্সিডেন্ট।’ আর এবারও এই ঘটনা নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন পরিচালক। ইন্ড্রাস্ট্রির দিকে আঙুল তুলে বললেন, ‘আমাকে ফাঁসানো হয়েছে’।
সম্প্রতি দেবী আনলিশড নামক একটি চ্যানেলে এসেছিলেন অরিন্দম শীল। সেখানেই তিনি জানান এগুলো সবই মিথ্যে। তিনি এমন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটাননি। শুধু তাই নয়, অরিন্দম শীল এদিন সাফ সাফ জানিয়ে দেন 'ইন্ডাস্ট্রি'তে কেউ কারও বন্ধু হয় না।
এই প্রসঙ্গে তিনি বলেন, ‘সকলে ভেবে দেখতে পারতেন, একটা শ্যুটিং ফ্লোরের মধ্যে এমন ঘটনা কী করে ঘটতে পারে? আমি যেহেতু অভিনেতা, সেই কারণে অনেক দৃশ্য অভিনয় করে দেখাই। এই ঘটনাটা যখন ঘটল, তখন শ্যুটিং ফ্লোরে সব টেকনিশিয়ানরাই উপস্থিত ছিলেন। কিন্তু যখন অভিযোগ উঠল, তখন একটা কাউকে সকলে মিলে আক্রমণ করার সুযোগ পাওয়া গিয়েছে, সেটাই বড় হয়ে দাঁড়িয়েছে।’