বক্স অফিসে কামাল করেছে শাহরুখ খানের অ্যাকশন সিনেমা জওয়ান। আর এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ হল দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারের। জওয়ান প্রথম বলিউড ছবি যা মাত্র ১৭ দিনে বিশ্বব্যপী 𝔉১০০০ কোটির ব্যবসা করেছে। শুধু তাই নয়, ভারতীয় বাজারে সবচেয়ে জলদি ৫০০ কোটির ঘরে প্রবেশ করার রেকর্ডও এখন জওয়ান-এর কাছে। স্বভাবতই শাহরুখ খানের পাশাপাশি, সাফল্যের সপ্তম স্বর্গে রয়েছেন পরিচালক অ্যাটলিও। সম্প্রতি জানালেন, হলিউড থেকে ডাক পেয়েছেন তিনি।
‘আমাদের জওয়ান ছবিতে অনেকেই কাজ করেছেন যারা হলিউডের। অ্যাকশন ডিরেক্টর স্পিরো রাজাতোস কাজ করেছেন জওয়ানে। তাই, স্পিরো এবং হলিউডের অন্যান্য মহান পরিচালক এবং প্রযুক্তিবিদরা জওয়ানের একই স্ক্রিনিংয়ে ছিলেন। এবং স্পিরো সবাইকে বলেছে যে এই ছবির অ্যাকশনের দৃশ্যগুলো আমার করা। তারা জিজ্ঞাসা করেছিল যে শাহরুখের আগুনের ওই দৃশ্যটি কার করা। স্পিরোই বলে ওটা সম্পূর্ণ পরিচালকের ভাবনা আর ওই ফুটিয়ে তুলেছে। সঙ্গে সঙ্গে ওরা আমার সঙ্গে যোগাযোগ করে আর আমায় বলে, ‘তুমি যদি কখনও হলিউডে কাজ করতে চাও, তাহলে জান🉐িও’। সুতরাং আমার মনে হয় না জওয়ান ছবিটি পুরোপুরি দেশি, বরং টি বিশ্বব্যাপী প্রভাব ফেলছে।’, বলেন অ্যাটলি।
ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে শাহরুꦕখ খানকে। বাদশার নায়িকা নয়নতারা। ভিলেন বিজয় সেতুপতি। বেশ লম্বা একটা কেমিও করেছেন দীপিকা পাড়ুকোন। এছাড়াও রয়েছেন সানিয়া মলহোত্রা, প্রয়ামানি, ঋদ্ধি ডোগরা, গিরিজা ওক, সঞ্জিতা ভট্টাচার্যরা।
রিপোর্ট অনুসারে, ১৮ নম্বর দিন, অর্থাৎ তৃতীয় রবিবারে শাহরুখ খানের সিনেমা বক্স অফিসে ব্যবসা করেছে ১৫ কোটির। আর তার ফলে ভারতের বাজারের হিসেবে এই সিনেমার আয় পৌঁছে গিয়েছে ৫৬০ কোটিতে। আশা করা যাচ্ছে জওয়ান ৬০০ কোটির ঘরে ঢুকে যাবে আগামী সপ্তাহেই। আপাতত যে 💜রেকর্ড বলিউডের কোনও ছবির কাছেই নেই। এতদিন বলিউডে🎉র সর্বোচ্চ উপার্জনকারী ছবি ছিল পাঠান। জওয়ান দিয়ে শাহরুখ নিজের রেকর্ড নিজেই ভেঙে দিয়েছে। অ্যাটলি কুমারের হাতের জাদুতে এবার ৬০০ কোটিতে পা রাখার পালা।
অ্যাটলি সম্প্রতি জানিযেছেন রণবীর, সলমনদের সঙ্গে কাজের ইচ্ছেও তাঁর রয়েছে। অ্যাটলির কথায়, ‘ভালো বিষয় হল, বলি💖উডে আমার কাজ সকলের পছন্দ হয়েছে। আরও তারকার সঙ্গে কাজ করতে চাইছি। সলমন স্যার, রণবীর স্যারের সঙ্গেও কথা হয়েছে। ঈশ্বর আমার সঙ্গে রয়েছেন। ওঁর জন্যই ভালো চিত্রনাট্য় ও আইডিয়া পাচ্ছি।’ সঙ্গে শඣাহরুখ খান ও থালাপতি বিজয়কে নিয়েও একটি ছবি বানাতে চান বলে জানিয়েছেন তিনি।