Mainul Ahsan Noble: ঠোঁটে ঠোট, ফারাজানার সঙ্গে ঘনিষ্ঠ ছবি দিয়ে বাংলাদেশের নোবেল বলছেন ‘ফের বিয়ে করেছি…’
1 মিনিটে পড়ুন Updated: 20 Nov 2023, 08:37 PM ISTফারজানাকে কোলে তুলে তাঁর ঠোঁটে ঠোঁট রাখতে দেখা গিয়েছে নোবেলকে। গতকাল অর্থাৎ ১৯ নভেম্বর নোবেল ফারজানার সঙ্গে এই ছবি পোস্ট করে সকলকে নিজের বিয়ের খবর দেন। জানা যাচ্ছে নোবেলের চতুর্থ স্ত্রী ফারজানা ফুড ভ্লাগার। ফারজানাও এর আগে বিয়ে রয়েছে। তাঁর প্রাক্তন স্বামীও নাকি বাংলাদেশের ফুড ভ্লাগার।
নোবেলের চতুর্থ বিয়ে