Chrisann Pereira: মাদক মামলায় ফেঁসেছিলেন! অবশেষে শারজা জেল থেকে ছাড়া পেলেন আলিয়ার সহ-অভিনেত্রী ক্রিসন
1 মিনিটে পড়ুন Updated: 27 Apr 2023, 10:41 AM ISTসংবাদসংস্থা ANI-এর টুইট থেকে জানা যাচ্ছে ক্রিসনকে মাদক চোরাচালান মামলায় ফাঁসানোর অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফাতার করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। ক্রিসনকে ফাঁসানোর অভিযোগে অ্যান্টনি পল ও তাঁর সহযোগী রাজেশ বাভোতে ওরফে রবিকে গ্রেফতারির পর তাঁদের ২ মে পর্যন্ত পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ক্রিসন পরেরা