মাꦆত্র দুদিন বাকি থাকা অবস্থায় শুরু হয়েছে খাদান ছবিটির অ্যাডভান্স বুকিং। আর তাতেই রীতিমত ছক্কা হাঁকাচ্ছে দেবের ছবি। ২৪ ঘণ্টায় ১০ হাজারের বেশি টিকিট বুক হয়ে গিয়েছে। একাধিক শো হাউজফুল। তার মধ্যেই ছবি মুক্তি পাওয়ার আগে দর্শকদের কাছে কী অনুরোধ করলেন দেব?
কী বললেন দেব?
দেব এদিন একটি ভিডিয়ো পোস্ট করে প্রথমেই দর্শকদের ধন্যবাদ জানান 'দুর্দান্ত ওপেনিং' দেওয়ার জন্য। বাংলায় যে 'খাদান ঝড়' শুরু হয়ে গিয়েছে সেটাও জানাতে ভোলেন না। সেখানেই দেব দর্শকদের জন্য দেন এক বিশেষ বার্তা। বলেন, ' সিনেমা হলে যখন সিনেমাটা আসবে তখন আমি ছবিটা দেখেছি, সব থেকে বড় ভক্ত এটা প্রমাণ করার অনেক মানুষ ভিডিয়ো বানিয়ে পোস্ট করেন। আমার এই ছবিতে অনেক টুইস্ট আছে। অনেকগুলো এমন জিনিস আছে যেগুলো দেখে মনে হবে এটা রেকর্ড করে আমি সবাইকে আগে জানিয়ে দিই। সেটা ছবির জন্য খারাপ। অনেক চেষ্টা করেছি খাদানকে নিয়ে, প্রায় ৪০০০ কিমি ঘুরেছি শুধু যাতে আপনাদের ভালো লাগে। ভালো লাগলে বলবেন, সাহস বাড়বে। এটা ৬ কোটি টাকার সিনেমা। এটা যদি ভালো লাগে আমি দায়িত্ব নিয়ে বলছি পরের ছবির বাꦓজেট হবে ১০ কোটি টাকা। অনুরোধ করব, কাল থেকে যখন সিনেমা হলে যাবেন, নাচবেন গাইবেন তখ♍ন যেন সিনেমার কোনও ফুটেজ রেকর্ড করবেন না, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না।'
খাদানের শোয়ের বুকিং
বু꧟কমাইশো থেকে দেখা গিয়েছে এখনও পর্যন্ত গত ২৪ ঘণ্টায় প্রায় ১০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে। পুষ্পা ২ ঝড় ফিকে পড়ে গিয়েছে। বাংলায় খাদানের একাধিক শো হাউজফুল হয়ে গিয়েছে এখনই। এমনকি মধ্যরাতের শো, কল্যাণীর এসভিএফ সিনেমার রাত ২ টোর শো হাউজফুল। দেব নিজে সেই খবর শেয়ার করেছেন। যদিও তিনি একই সঙ্গে জানিয়েছেন কোনও জায়গায় যদি💜 খাদান হল না পায়, দর্শকরা দেখতে না পান তাহলে তাঁকে জানাতে তিনি সেটা সমাধানের চেষ্টা করবেন।
আরও পড়ুন: কমছে বাংলওা ছবির সংখ্যা, অনির্বাণ বললেন, 'হয়তো এমন ছবি করতে পারছি না যেটা হলে দর্শকদের হলে টানবে'
খাদান প্রসঙ্গে
খাদান ছবিটি এই মাসে অর্থাৎ ডিসেম্বরের ২০ তারিখ মুক্তি পাবে। মুখ্য ভূমিকায় থাকবেন দেব এবং যিশু। সঙ্গে অন্যান্য চরিত্রে থাকবেন অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু, জন ভট্টা🌺চার্য প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন সুজিত সরকার রিনো। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন নীলায়ন চট্টোপাধ্যায়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস ছবিটির প্রযোজনার দায়িত্ব সামলিয়েছে। প্রসঙ্গত এই ছবিটি UA সার্টিফিকেট পেয়ে গিয়েছে সেন্সর বোর্ড থেকে। খাদান ছবিটির রান তাইম্ব২ ঘণ্টা ১৭ মিনিট ১১ সেকেন্ড। বক্স অফিসে ২০ তারিখ এই ছবিটি মুখোমুখꦜি হবে প্রতিম ডি গুপ্তর চালচিত্র, রাজ চক্রবর্তী পরিচালিত সন্তান এবং মানসী সিনহার ৫ নম্বর স্বপ্নময় লেন ছবি তিনটির সঙ্গে।