দীর্ঘ বিরতি কাটিয়ে সদ্যই আবার ছোট পর্দায় ফিরেছেন। দিতিপ্রিয়া রায়। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে। সেখানে তিনি অপু ওরফে অপর্ণার চরিত্রে অভিনয় করছ💖েন। এদিন জানা গেল পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তি জীবনেও এক দারুণ সাফল্য অর্জন করেছেন। কী সেটা? মাস্টার্স ডিগ্রি অর্জন করলেন অভিনেত্রী। জমা দিলেন তাঁর ডিসার্টেশন পেপার।
আরও পড়ুন: 'খালি শো নয়, এটা...' বুলেট সরোজিনীর কো♍পে শেষ দুই শালিক, সফর ফুরাতেই আবেগঘন 'গৌরব' সায়ন
কী জানিয়েছেন দিতিপ্রিয়া?
দিতিপ্রিয়া রায় এদিন একগুচ্ছ ছবি ভাগ করেছেন তাঁর সমাজ মাধ্যমে। সেখানে তাঁকে তাঁর কলেজ ক্যাম্পাসে বন্ধুদের সঙ্গে ছবি তুলে পোস্ট করতে দেখা গিয়েছে। অভিনেত্রীর হাতে ছিল তাঁর ডিসার্টেশন পেপার। এই ছবিগুলো শেয়ার করে ꦡতিনি লেখেন, 'রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়েছি, অসংখ্য ড্রাফট, আমার সুপারভাইজরের সঙ্গে লম্বা লম্বা কথপোকথন এবং আমার ডিসার্টেশনের এই সফর অবশেষে শেষ হল। আমি গতকাল আমার পেপার জমা দিলাম, আর আনুষ্ঠানিক ভাবে এর সঙ্গেই শেষ হল আমার মাস্টার্স ডিগ্রি।'
এদিন দিতিপ্রিয়া আরও লেখেন, 'আমি আমার প্রফেসর, সুপারভাইজার, বন্ধু এবং পরিবারের কাছে ভীষণ কৃতজ্ঞ তাঁদের সাপোর্টের জন্য। আমি বিশেষ ভাবে তাঁদের কাছে কৃতজ্ঞ যাঁরা ভেবেছিলেন আমি আমার পেশার জন্য ক্লাস ১০ এর গণ্ডি পর্যন্ত টপকাতে পারব না।ཧ তাঁদের সন্দেহই আমার জেদ বাড়িয়েছিল এই লক্ষ্যে পৌঁছান🐼োর জন্য। আজ আমি গর্বের সঙ্গে বলতে পারি আমি আমার মাস্টার্স ডিগ্রি একজন রেগুলার স্টুডেন্ট হিসেবে শেষ করেছি। এটা আমার ব্যক্তিগত অর্জন যেটা আমার খুব কাছের হয়ে থাকবে। আরও উচ্চশিক্ষার দিকে এগোচ্ছি, প্রার্থনা করবেন আমার জন্য।'
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানার জন্য ক্লিক করুন এই লিংকে

এদিন দꦑিতিপ্🍬রিয়া এই সাফল্য পেতে অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'অনেক এগিয়ে যাও জীবনে। তুমি খুব ভালো অভিনয় কর। রাণী রাসমনী আর চিরদিন তুমি যে আমার, খুব ভালো করছ তুমি। অনেক ভালোবাসা রইল।' কেউ আবার লেখেন, 'অনেক অনেক শুভেচ্ছা।'
আরও পড়ুন: স্পষ্ট বেবি বাম্প, গর্ভে🀅র সন্তানকে নিয়ে নজরকাড়া লুকে মেট গালায় ডেবিউ কিয়ারার
চিরদিনই তুমি যে আমার প্রসঙ্গে
এই ধারাবাহিকে এখন দেখানো হচ্ছে মান অভিমানের পালা চলছ𒊎ে অপু এবং আর্যর মধ্যে। এই অভিমানের হাত ধরেই কি তারা কাছাকাছি আসবে উত্তরটা সময় দেবে। জি বাংলার পর্দায় এই মেগা রোজ সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে দেখা যায়।