কথায় আছে ‘গেঁয়ো যোগী ভিখ পায় না’! প্রেম করে হাড়ে হাড়ে এই কথাটা টের পাচ্ছেন দিতিপ্রিয়া রায়। কারণ নিজের বাড়িতেই এখন ‘পর’ হয়েছেন রানিমা। সবার নয়নের মণি তাঁর রহস্যময় প্রেমিক। আরও পড়ুন-প্রেমে মজে দ😼িতিপ্রিয়া, হবু জামাইয়ের সঙ্গে আদুরে ছবি, নাম ফাঁস রানিমার মায়ের; বিয়েটা কবে?
রঙের উৎসবের ফাঁকেই দিতিপ্রিয়া জানান, প্রেম ক🍸রছেন তিনি। সম্পর্কে থাকার কথা স্বীকার করে নিলেও প্রেমিকের নাম বা পরিচয় ফাঁস করেননি। শুধু বলেছেন, বাকিটা ক্রমশ প্রকাশ্য। কিন্তু🎶 স্পষ্ট করেছেন, তাঁর প্রেমিক অভিনয় জগতের মানুষ নন। পরিবারের সকলেই তাঁর প্রেমের কথা জানেন, এবং এই সম্পর্কে সায় রয়েছে বাবা-মা'র।
মাস কয়েকের সম্পর্ক দুজনের। তবে প্রেমিককে নিয়ে বেজায় সিরিয়াস দিতিপ্রিয়া। দিতিপ্রিয়া বোধহয় নিজেও বোঝেননি প্রেমিকের সঙ্গে এত জলদি বাবা-মা'র আলাপ করানোটা তাঁর ‘কাল’ হয়ে দাঁড়াবে! আসলে দিতিপ্রিয়ার চেয়ে আজকাল হবু জামাই বেশি আদরের হয়ে উঠেছে নায়িকার মায়ের। দু-দিন আগেই ‘রিভুবাবু’কে আগলে একটি আদুরে ছবি দিয়েছিলেন দিতি꧙প্রিয়ার মা, সুদীপ্তা রায়। সেই ছবির কমেন্ট বক্সেই দুর্নিবার ঘরণী ঐন্দ্রিলা সেন লেখেন, ‘এরকমই হয় বুঝলি তো ব্যাপারটা। এরপর দেখবি তোকে আর পাত্তাও দেবে না বাড়িতে। অভিজ্ঞতা থেকে বলছি’।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জনসংযোগ আধিকারিক মোহর ওﷺরফে ঐন্দ্রিলা। আয় খুকু আয়-তে বুম্বাদার অনস্ক্রিন কন্যের চরিত্রে কাজ করেছেন দিতিপ্রিয়া, সেই সূত্রেই গভীর বন্ধুত্ব দুজনের। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বন্ধুকে সচেতন করেন মোহর। তবে উত্তরে দিতিপ্রিয়া লেখেন, ‘এখনই মোটামুটি আর দিচ্ছে না পাত্তা। ভাগ্যিস ও এখানে থাকে না। নয় মাসে𒈔 ছয় মাসে আসে।’ সম্পর্কের ব্যাপারে লুকোছাপায় বিশ্বাস নেই দুজনেরই।
ডিভোর্স দুর্নিবা🤡রকে বিয়ে করে ট্রোলড হয়েছিলেন ঐন্দ্রিলা, তবে পাত্তা দেননি। এখন সন্তান-সংসার-কেরিয়ার, সবটা সামলাচ্ছেন পুরোদমে। মাতৃস্নেহে মেয়ের প্রেমিককে আগলে দিতিপ্রিয়ার মা যে ছবিটি শেয়ার করেন, তার ক্যাপশনে লেখেন, ‘আমাদের আদরের রিভুবাবু’। দিতিপ্রিয়ার প্রেমিকের আসল নাম কি রিভু? নাকি আদর করে এই নামে ডাকা হয় হ্যান্ডসামকে? সেই নিয়ে ধোঁয়াশা রয়েই গেল। রিভুর পোশাক এবং ছবি বলছে দোলের দিনই তোলা এই ছবি। নীল ডেনিম আর সাদা ফতুয়া পরে আছেন গায়ক। একই পোশাকে আলো আঁধারিতে দিতিপ্রিয়ার পাশে দাঁড়িয়ে পোজ দিয়েছিলেন তিনি।
পরিবারের সায় যখন রয়েছে, তবে কি শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন দুজনে? নায়িকা জানিয়েছেন, আপতত কেরিয়ারই তাঁর একমাত্র ফোকাস। দিতিপ্রিয়া বলেন, 'এই রে! আমরা দু'জনেই বিয়ের জন্যে এখনও খুব ছোট। আমাদের প্রজন্মের অনেকেই বিয়♛ে নামক এই ইনস্টিটিউশনটায় বিশ্বাস করে না। তবে হ্যাঁ, আমি বিয়েতে ভীষণভাবে বিশ্বাসী। এখনও অনেক দেরি আছে বিয়ে করতে। এই মুহূর্তে আমরা দুজনেই নিজেদের কেরিয়ারে ফোকাস করছি'।