‘একদিন প্রতিদিন’ থেকে ‘এখানে আকাশ নীল’, ‘কুসুম দোলা’, 'কোজাগরী', ‘এক্কা দোক্কা’ -সহ একসময় বহু সুপার হিট সিরিয়ালের অন্যতম প্রধান মুখ ছিলেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস। মুখ্য ভূমিকায় অভিনয়ের পাশাপাশি তিনি পার্শ্ব চরিত্রেও বেশ কিছু কাজ করেছেন, তাছাড়াও তিনি বহু ছবি ও সিরিজেও কাজ করেছেন। তবে মাঝে বেশ কিছু দিন তিনি অভিনয় জগৎ থেকে দূরে ছিলেন। কিন্তু তাঁকে আবার লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন মেগা ‘চিরসখা’-এ মুখ্য চরিত্রে দেখা যাবে। বুধবার ‘চিরসখা’র সেটে হাজির হয়েছিল হিন্দুস্থান টাইমস বাংলা। সেখানেই কফির কাপ হাতে আড্ডা জমান নায়িকা।
সেটে হাতে কফির কাপ নিয়েই বসেছিলেন অভিনেত্রী। তবে ব্ল্যাক কফি নয়, দুধ কফি খাচ্ছিলেন তিনি। তিনি জানান ব্ল্যাক টি বা ব্ল্যাক কফি তাঁর খুব একটা পছন্দ নয়। দুধ কফি তাঁর প্রথম পছন্দ। কিন্তু অভিনেত্রীরা তো ফিগার ধরে রাখার জন্য নানা ভাবে শরীরচর্চা থেকে ডায়েট সবটাই ফলো করেন। সেখানে ডায়েটের চিন্তা না করেই দুধ কফি! এই প্রসঙ্গে অপরাজিতা হেসে জবাব দেন, 'ডায়েট, শরীরচর্চা এগুলো অবশ্যই করা উচিত। আমিও করি। এতে কিন্তু কোনও চিনি নেই, শুধু দুধ আর কফি আছে।'
আরও পড়ুন: 'যাঁকে ভালো লেগেছে…' চিরসখার সেটে প্রেম নিয়ে খোলামেলা সুদীপ! অপরাজিতাও জানালেন তাঁর ভালোবাসার কথা
তার পরই অবশ্য নায়িকা জানান, তিনি সবসময় খুব কঠোর ডায়েট মেনে চলেন না। তাঁর কথায়, ‘আমার মনে হয় সব জায়গায় একটা ব্যালেন্স থাকা খুব দরকার। আমি যেমন কোনও একটা সময় ডায়েট করি। আবার এমন একটা সময় যায়, যখন আমি সব কিছু খাই। এমন হতে পারে না যে, গুড়ের সময় আমি গুড়ের মিষ্টি খাব না। কিংবা শীতে প্লাম কেক খাব না। মিষ্টি খেতে আমি খুব ভালোবাসি। যদি কেউ আমাকে বলেন সেগুলো ছেড়ে থাকতে হবে। তাহলে আমি খুব ভেঙে পড়ব।’
তবে মিষ্টি খেয়েও তিনি নিজেকে সমান ভাবে ধরে রেখেছেন, তিনি এভারগ্রীন। ‘চিরসখা’-এ তাঁকে 'কমলিনী'-এর চরিত্র দেখা যাবে। তাঁর সেই লুকেই তিনি বুধবার মেগার সেটে ধরা দিয়েছিলেন। চোখে মোটা ফ্রেমের চশমা, হালকা মেকআপ সঙ্গে সাদা পাড় কালো বেগমপুরীতে অসাধারণ লাগছিল নায়িকাকে। তাঁর এই লুক বেশ কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে। আর তা দেখে বহু অনুরাগী তাঁকে প্রশংসায় ভরে দিয়েছেন। কিন্তু এই বেশে নায়িকাকে দেখে তাঁর ‘চিরসখা’ স্বামী ঋত্বিক চক্রবর্তী কী বলেছিলেন? প্রশ্নে অভিনেত্রী বলেন, 'ঋত্বিকের তো খুবই পছন্দ হয়েছে। তবে শুধু আমার লুক নয়, মেগার প্রথম ঝলকও ওঁর খুব ভালো লেগেছে, বার বার করে আমাকে বলেছে।'
আরও পড়ুন: 'প্রকৃতির জাদু…', মুম্বইয়ে ফ্ল্যামিঙ্গো দেখতে ছেলেকে নিয়ে হাজির দিয়া মির্জা!
কিন্তু এই মেগার ‘কমলিনী’ বাস্তবের অপরাজিতা থেকে বেশ কিছুটা বয়সে বড়। বেশি বয়সে চরিত্র করতে রাজি হওয়ার কারণ কী? প্রশ্নে অপরাজিতা উত্তর, 'আমি একজন অভিনেতা, তাই চরিত্রটা আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি যে বয়সে আছি, চরিত্রটা সেই বয়সের না বড় বা ছোট সেটা কিন্তু বিশেষ কোনও ভাবার বিষয় নয়। আর বেশি বয়সের চরিত্র করাও লজ্জাজনক কিছু নয়। বয়স নিয়ে প্রায়ই অনেককে অনেক কিছু বলতে শুনি। কিন্তু এতে আমি বিশ্বাস করি না। আর আমি যেহেতু একজন অভিনেতা তাই আমার সমস্ত রকমের চরিত্র করতে পারা উচিত।'