সানি দেওল-আমিশা প্যাটেল অভিনীত গদর-২ সুপার হিট। গদর-২ নিয়েই সম্প্রতি এক সাক্ষাৎকারের মুখোমুখি হন আমিশা। তাঁকে প্রশ্ন♔ করা হয়, তিনি এই ছবিতে কোনও কিছু পরিবর্তন করতে চান কিনা? এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমিশা বলেন, ‘আসলে কিছুই না কিন্তু আমি যদির এই ছবির সম্পাদক (Editor) হতাম। তাহলে কিছু জিনিস বদলে দিতাম এবং পুনরায় সম্পাদনা করতাম এবং এটা আরও মচমচে (crisper), আকর্ষণীয় করে তুলতাম।’
এদিকে আমিশার এমন মন্তব্যে অনেকের প্রশ্ন, তবে কꦓি গদর-২র সাফল্যেও মন ভরেনি আমিশার। প্রসঙ্গত গদর-২র শ্যুটিং চলাকালীন পরিচালক অনিল শর্মা ও তাঁর প্রযোজনা সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন আমিশা। শ্যুটিং সেটে চরম অব্যবস্থার অভিযোগ এনেছিলেন তিনি। মেকআপ আর্টিস্ট, কস্টিউম ডিজাইনারদের প্রাপ্য পারিশ্রমিক না দেওয়ারও অভিযোগ এনেছিলেন আমিশা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছিলেন অনিল শর্মা।
আরও পড়ুন-ন♋তুনভাবে ‘বন্দে-মাতারম্’ আনছেন, AR রহমানের গানের সঙ্গে তুলনা নিয়ে মুখ খুললেন কুমার শানু
আরও পড়ুন-বউ মারে, কামড়েও দেয়! পপ তা🍌রকা ব্রিটনি স্পিয়ার্সের বিরুদ্ধে অভিযোগ স্যামের
প্রসঙ্গত, অনিল শর্মা পরিচালিত গদর ২, সানি দেওল তারা সিং-এর চরিত্রে এবং আমিশা তাঁর স্ত্রী সাকিনার চরিত্রে অভিনয় করেছেন। এটি ১৯৭১ সালের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে। তারা ও সাকিনার ছেলে চরণজিৎ সিংএর চরিত্রে অভিনয় করেছেন উৎকর্ষ শর্মা। চরণজিৎকে পাকিস্তানি সেনাবাহিনীর হাত থেকে উদ্ধার করতে পাকিস্ত🎃ানে যাত্রা করেন তারা সিং।