‘আজও অনুষ্ঠান রয়েছে এখানে, দেখুন তো এধরনের কিছু লেখা আছে কিনা। আমাদের হল ভাড়া নেওয়া হয়েছিল, আর তাই যা নির্দেশ ছিল তাই লিখেছি। লেখার বয়ান হোস্টের থেকেই এসেছে।’
কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশন বিতর্ক
চর্চায় কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশন। ৬ মার্চ, বুধবার সেই অনুষ্ঠান হয়েছে কলকাতার ক্যামাক স্ট্রিটের বহু পুরনো হোটেল 'গ্যালেরিয়া ১৯১০'-তে। তারই দরজায় কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশনের প্রবেশস্থলে বড় করে লেখা ছিল 'Please! Press And Personal Security And Drivers Are Not Allowed. Inconvenience Is Regretted'। অর্থাৎ এর বাংলা তর্জমা করলে দাঁড়ায় অনুষ্ঠানে সংবাদমাধ্যম আর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী, ড্রাইভারদের প্রবেশ নিষেধ।
এধরনের নিষেধাজ্ঞা যে অত্যন্ত বৈষম্যমূলক। এমনই অভিযোগে মুখর হয়েছেন অনেকে। এই ঘটনা ঘিরে বেজায় বিরক্ত অনেকেই। শুরু হয়েছে বিতর্ক। যদিও কাঞ্চন দাবি করেছেন, তিনি এই বিষয়টা নিয়ে বিন্দুমাত্র কিছুই জানেন না। এটা তাঁর সিদ্ধান্ত নয়। বিতর্কে বিরক্ত কাঞ্চন বলেন, ‘আমাকে কেন বারবার টার্গেট করা হচ্ছে জানি না। সকলেই আপনারা আমাদের রিসেপশন কার্ড দেখেছেন। সেখানে কোথাও লেখা নেই যে সংবাদমাধ্যম, ড্রাইভার বা দেহরক্ষীদের ঢুকতে দেওয়া হবে না। এটা আমার শিক্ষা নয়। সহবত নয়। আসলে এটা ভেন্যু কর্তৃপক্ষের সিদ্ধান্ত। ওখানে ২০০ লোক ধরে। তাই ওঁরা ঠিক করে সেখানে ৪০০ জনকে তাঁরা জায়গা দিতে পারবে না।’