মা হওয়ার পর জিগরার সঙ্গেই রুপোলি পর্দায় ফিরছেন আলিয়া। এই ছবির ট্রেলারে আলিয়ার অভিনয় দেখে বাকরুদ্ধ সকলে। মৃত্যুদণ্ডে দণ্ডিত ভাইকে বিদেশের জেল ভেঙে বার করে আনতে কতদূর যেতে পারে এক দিদি, সেই গল্প নিয়েই ভাসান বালার এই ছবি। যা প্রযোজনার দায়িত্বে রয়েছেন আলিয়ার ‘গডফাদার’ করণ জোহর। আরও পড়ুন- গুলি-কাণ্ডে গোবিন্দার বয়ান মানতে না-রাজ পুলিশ, কেমন আছেন অভিনেতা? জানালেন স্ত্রী
ভাসান বালা সম্প্রতি একটি সাক্ষাৎকারে ফাঁস করেছেন যে করণ জোহর তাঁকে না জানিয়েই জিগরার চিত্রনাট্য আলিয়ার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। যা মোটে পছন্দ হয়নি তাঁর। ট্রাইড অ্যান্ড রিফিউজড প্রোডাকশনের সাথে একই সাক্ষাত্কারে, আলিয়া স্বীকার করেছেন চিত্রনাট্য দারুণ পছন্দ হওয়ায় পরিচালকের পিছনে এক মাস লেগে ছিলেন তিনি। এর ফলেই নেটিজেনদের একাংশের ধারণা তৈরি হয়, জিগরার জন্য ভাসান বালার প্রথম পছন্দ নন আলিয়া। এবং করণ জোহরের অঙ্গুলি হেলনেই এই ছবি আলিয়ার ঝুলিতে গিয়েছে।
গোটা ঘটনা নিয়ে এবার ক্ষোভ উরে দিলেন ছবির সহ-প্রযোজক সোমেন মিশ্র এবং পরিচালক ভাসান বালা।
জিগরায় আলিয়া ভাটের কাস্টিং-এর সত্যতা
এক নেটিজেন সাক্ষাৎকারের একটি অংশ শেয়ার করে লেখেন, ‘এখানে একটি ভিডিয়ো রয়েছে যেখানে ভাসান বালা সাম্প্রতিক একটি সাক্ষাত্কারে বলছেন যে তিনি আলিয়া ভাটকে জিগরা চলচ্চিত্রের অংশ হওয়ার পরিকল্পনা করেননি। তিনি তার স্ক্রিপ্টটি শেষ করার আগেই করণ জোহর স্ক্রিপ্টটি নায়িকার কাছে পাঠিয়ে দিয়েছিলেন’। সোমেন পোস্টটি রি-টুইট করে জবাবে লেখেন, ‘….ব্যাপারটা খুবই মজার। ভাসান, আমি এবং করণ যখন প্রাথমিক গল্পটি নিয়ে আলোচনা করছিলাম, তখন আমরা আলিয়াকে বোর্ডে নেওয়ার জন্য মরিয়া ছিলাম। মানে আমি এমন একজন ফিল্মমেকারকেও চিনি না, যে তেমনটা করবে না। আলিয়া নিঃসন্দেহে সেরা। আমরা ভাগ্যবান যে তিনি জিগরার জন্য হ্যাঁ বলেছিলেন। ভাসান বোঝাতে চেয়েছিলেন যে তখন চিত্রনাট্য়টি তৈরি ছিল না।’
ভিডিয়োতে পরিচালককে স্পষ্ট বলতে শোনা গিয়েছে,চিত্রনাট্যটি তিনি পুনরায় চোখ বোলানোর সুযোগ পাননি। সেখানে ব্যাকরণগত কোনও ভুল ছিল কিনা, কিংবা অন্য কোনও সংশোধনের দরকার রয়েছ কিনা, তা দেখবার আগেই করণ আলিয়াকে চিত্রনাট্যটি পাঠিয়ে দেন। সেই ব্য়াপারটি নিয়ে টেনশনে পড়ে গিয়েছিলেন পরিচালক। তার অর্থ এটা নয়, যে আলিয়া এই ছবির জন্য তাঁর প্রথম চয়েজ নয়।
পরিচালক ভাসান বালা স্পষ্ট জানিয়েছেন, ‘করণ বিষয়টা আরও ভাল জানতেন এবং তার সহজাত প্রবৃত্তির উপর আস্থা রাখার জন্য আমার বাকি জীবনটা আমি করণের কাছে কৃতজ্ঞ থাকব। ভরসা সেই সব মহৎ কাজের একটা, যা কাউকে চলচ্চিত্র তৈরিতে সহায়তা করতে পারে’।
জিগরা সম্পর্কে
জিগরা ছবিতে আলিয়াকে সত্য আনন্দের চরিত্রে দেখা যাবে, সত্যর কাছে আচমকা ভাইয়ের ফোন আসে। বিদেশে কোনও অপরাধের অভিযোগে ফেঁসে যায় সে। ফল স্বরূপ তিন মাসের মধ্যে তড়িতাহত করে প্রাণদণ্ডে দণ্ডিত হয়ে যায় অঙ্কুর। এই অ্যাকশন-থ্রিলারটিতে অঙ্কুরের ভূমিকায় অভিনয় করেছেন বেদাং রায়না। ভাইকে কি বাঁচাতে পারবে সত্য? সেই প্রশ্নের জবাব মিলবে আগামী ১১ই অক্টোবর থিয়েটারে। তবে টলিউডের তিনটি পুজো রিলিজ (বহুরূপী, টেক্কা এবং শাস্ত্রী)-র জন্য বড় চ্যালেঞ্জ হতে চলেছে আলিয়ার এই ছবি। যেখানে মূলত নারীশক্তির জয়গান ধরা পড়েছে।