২১ অগস্ট, বুধবার মুম্বইতে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অপ্রস্তুত হেমা মালিনী। শুধু অপ্রস্তুত হওয়াই নয়, ঘটনায় কিছুটা বিরক্তও হন হেমা। ইতিমধ্যেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাꦡল। কিন্তু ꦍঘটেছে টা কী?
পাপারাৎজির পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, মথুরার সাংসদ, অভিনেত্রী কোনও এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেখান🍸েই এক অনুরাগী, তাঁর সঙ্গে ছবি তোলার জন্য পাশে এসে দাঁড়ান। এরপর হেমার অনুমতি ছাড়াই তাঁর পিঠে হাত দিতে গিয়েছিলেন ওই মহিলা। আর তাতেই অপ্রস্তুত হন হেমা, ওই মহিলার হাত সরিয়ে বলেন, ‘গায়ে হꦅাত দেবেন না।’ পরে ওই মহিলা হাত সরিয়ে নিলেও হেমার গা ঘেঁষে দাঁড়ান। তাতেও সাংসদ, অভিনেত্রীকে কিছুটা দূরে সরে যেতে দেখা যায়। ঘটনায় হেমা মালিনীর চোখে মুখে স্পষ্ট ছিল বিরক্তির ছাপ।
আরও পড়ুন-পথ কুকুরের গায়ে লাল কালি দিয়ে 𒐪লেখা 'We Want Justice', বেজায় চটলেন শ্রীলেখা মিত্র
এই ভিডিয়োর নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। একজন লিখেছেন ‘মহিলা কি পাগল নাকি! যখনই হাত সরিয়ে দিল, তখনই ওখান থেকে সরে যাওয়া উচিত ছিল।’ &nb🍒sp;কেউ লিখেছেন, ‘হতে পারে গরমে ঘাম লেগে যেতে পারে, সেকারণে উনি সরে যাচ্ছিলেন।’ হেমা কে নিয়ে কারোর দাবি, ‘ইনি এক্কেবারেই জনতার সেবা করার মানুষ নন।’ কারোর কথায়, ‘ জয়া ও হেমা বলিউডের সব থেকে অহংকারী অভিনেত্রী, বুড়ি হয়ে গিয়েছেন, তবু স্বভাব গেল না।’ কারোর কথায়, ‘লোকে যে কেন এদের সঙ্গে ছবি তুলতে যায় বুঝিনা!’ কারোর মন্তব্য, 'যেখানে অসম্মানিত হওয়া, সেখানে যাওয়া কেন ভাই!' এমনই অসংখ্য মন্তব্য উঠে এসেছে।
প্রসঙ্গত অভিনয় থেকে বহু𒈔দিন দূরেই রয়েছেন হেমা। এবার লোকসভা নির্বাচনে জিতে তৃতীয়বারের জন্য মথুরা থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন হেমা মালিনী।