২১ অগস্ট, বুধবার মুম্বইতে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অপ্রস্তুত হেমা মালিনী। শুধু অপ্রস্তুত হওয়াই নয়, ঘটনায় কিছুটা বিরক্তও হন হেমা। ইতিমধ্যেই꧃ ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিﷺন্তু ঘটেছে টা কী?
পাপারাৎজির পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, মথুরার সাংসদ, অভিনেত্রী কোনও এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেখানেই এক অনুরাগী, তাঁর সঙ্গে ছবি তোলার জন্য পাশে এসে দাঁড়ান। এরপর হেমার অনুমতি ছাড়াই তাঁর পিঠে হাত দিতে গিয়েছিলেন ওই মহিলা। আর তাতেই অপ্রস্তুত হন হেমা, ওই মহিলার হাত সরিয়ে বলেন, ‘গায়ে হাত দেඣবেন না।’ পরে ওই মহিলা হাত সরিয়ে নিলেও হেমার গা ঘেঁষে দাঁড়ান। তাতেও সাংসদ, অভিনেত্রীকে কিছুটা দূরে সরে যেতে দেখা যায়। ঘটনায় হেমা মালিনীর চোখে মুখে স্পষ্ট ছিল বিরক্তির ছাপ।
আরও পড়ুন-পথ কুকুরের গায়ে লাল কালি দিয়ে লেখা 'We Want Juꦅstice', বেজায় চটলেন শ্রীলꦍেখা মিত্র