উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ, সেখানেই ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানে গিয়েছিলেনে প্রাক্তন অভিনেত্রী, বিজেপি সাংসদ হেমা মালিনী। সালোয়ার কামিজের সঙ্গে গায়ে গেরুয়া ওড়না জড়িয়ে নিয়ে স্নানে নামতে দেখা যায় হেমাকে। আর ঠিক তখনই সেখানে পুণ্যস্নানে নেমেছিলেন বাবা রামদেব। তাঁর স্নানের ভঙ্গী দেখে হেসে ফেলেন হেমা। সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় উঠ🤪ে আসতেই তা ভাইরাল হয়েছে।
ঠিক কী ঘটেছে?
সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়োতে বাবা রামদেꦑবকে স্নানের জন্য ডুব দিতে দেখা যাচ্ছে। আর তাঁর ঠিক পিছনেই তখন দাঁড়িয়েছিলেন হেমা মালিনী সহ আরও অন্যান্য সাধু-সন্তরা। যোগগুরু জলে ডুব দেওয়ার পর সজোরে মাথা নেড়ে তাঁর লম্বা ভিজে চুল পিঠে ফেলেন। আর তাতেই রামদেবের চুলের ঝাপটা গিয়ে লাগে পিছনে দাঁড়িয়ে থাকা সাধুর মুখে। এমন কাণ্ডে হেসে ফেলেন সকলে, হাসি চাপতে পারেননি হেমাও। তাঁকে রামদেবের উদ্দেশ্যে হাতের ইশারায় কিছু একটা বল🐭তেও দেখা যাচ্ছে।
এদিকে পুন্যস্নানের সময় রামদেবকে হাতে জল নিয়ে মন্ত্রপাঠ করতেও দেখ♑া যায়♌। যোগগুরু ও বাকিদের স্নানের চোটে হেমা ঠিক স্বচ্ছন্দ্যে স্নান করতেও পারছিলেন না। ANI-এর সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়োটি উঠে এসেছে। যেটি দেখে হাসি চাপতে পারছেন না নেটিজেনরাও।
আরও পড়ুন-ধর্মা প্রোডাকশনের হাত ধরেই বলিউডে পা রাখছেন সইফ-অমৃতা পুত্র ইব্রাহিম, ঘোষণা করণের, নেটপাড়া 💙বলছে…