Janhvi Kapoor: 'প্রশ্ন করা হয়, নায়ক কে?' নারীকেন্দ্রিক ছবিতে যোগ্য মর্যাদা পাচ্ছেন না জাহ্নবী?
1 মিনিটে পড়ুন Updated: 25 Oct 2022, 11:07 AM ISTবনি কাপুর এবং শ্রীদেবীর জ্যেষ্ঠ কন্যা জাহ্নবীর অভিনয়ে হাতেখড়ি হয় ২০১৮ সালে। 'ধড়ক' ছবিতে।
বনি কাপুর এবং শ্রীদেবীর জ্যেষ্ঠ কন্যা জাহ্নবীর অভিনয়ে হাতেখড়ি হয় ২০১৮ সালে। 'ধড়ক' ছবিতে।
'গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল', 'গুড লাক জেরি', 'মিলি'— কেরিয়ারের শুধুতেই একাধিক নারীকেন্দ্রিক ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় সারা। তাঁর সমসাময়িকরা যখন 'মশলাদার' বাণিজ্যিক ছবির দিকে ঝুঁকেছেন, নিজের জন্য তখন অন্য পথ বেছেছেন তিনি। জাহ্নবী কাপুর। কিন্তু খুব সচেতন ভাবে বেছে নেওয়া পথ আদৌ কতটা মসৃণ? জানালেন শ্রীদেবী-তনয়া।
এক সময়ে বলিউডের বেশির ভাগ ছবিই তৈরি হত নায়কদের কেন্দ্র করে। নায়িকারা সেখানে নিছকই গৌণ। কয়েকটি গান এবং প্রেমের দৃশ্য— তাঁদের জন্য বরাদ্দ ছিল এটুকুই। কিন্তু সময়ের সঙ্গে সেই রীতি বদলেছে। তৈরি হয়েছে একাধিক নারীকেন্দ্রিক ছবি। বক্স অফিসেও এসেছে সাফল্য। জাহ্নবী অবশ্য বললেন, 'যখনই কোনও ছবি করি, জানতে চাওয়া হয় নায়ক কে। আমি বলি 'আমি'।'
বনি কাপুর এবং শ্রীদেবীর জ্যেষ্ঠ কন্যা জাহ্নবীর অভিনয়ে হাতেখড়ি হয় ২০১৮ সালে। 'ধড়ক' ছবিতে। প্রথম ছবিতেই ধর্ম প্রোডাকশনসের সঙ্গে কাজের সুযোগ। বক্স অফিসে ছবিটি বিশেষ ছাপ না ফেললেও একের পর এক কাজ করে গিয়েছেন জাহ্নবী।
'মিলি'-তে মুখ্য চরিত্রে দেখা যাবে জাহ্নবীকে। দীর্ঘ সময় ধরে ফ্রিজারে আটকে থাকা এক নার্সের বেঁচে থাকার লড়াইকে পর্দায় ফুটিয়ে তুলবেন শ্রীদেবী-তনয়া।(আরও পড়ুন: পুরনো প্রেম দিওয়ালিতে বাড়ে! কেন্দ্রীয় মন্ত্রীর নাতির সঙ্গে ঘুরুঘুরু জাহ্নবীর)