ক্লাব ক্রিকেটে, বালক সংঘ যিশু সেনগুপ্তের জীবনে প্রথম ক্লাব। তাই যিশুর জীবনে সেই ক্লাবটির একটা বিশেষ জায়গা আছে বৈকি! ওখান থেকেই শুরু হয়েছিল তাঁর ক্রিকেট কেরিয়ার। ক্যাপ্টেনও হন। তাঁর কথায়, এখনও সুযোগ পেলে ক্রিকেটারই হতে চান তিনি। জন্মদিনে জেনে নিন, এমনই অজানা কিছু কথা…