পান থেকে চুন খসতে না খসতেই আজ🦋কাল রেগে আগুন কাজল! ক্যামেরার সামনে হয় তিনি বেসামাল না হয় রেগে অগ্নিশর্মা। দুর্গাপুজোর পর দো পত্তি-র ট্রেলার লঞ্চেও কাজলের মেজাজ সপ্তমে! আজকাল তো কাজলকে জয়া বচ্চনের সঙ্গে তুলনা টানা শুরু করেছেন নেটিজেনরা।
দুর্গাপুজো মিটতেই সোমবার প্রকাশ্যে এল কাজলের নেটফ্লিক্স ফিল্ম দো পত্তি-র ট্রেলার। সেখানেই ‘বোকা বোকা’ প্রশ্ন করার জন্য এক সাংবাদিককে চমকালেন ‘লেডি সিংঘম’ কাজল।
রহস্যের মায়াজালে মোড়া দো পাত্তির ট্রেলার। ছবিতে যমজ রোলে রয়েছন কৃতি শ্যানন। পুলিশের ভূমিকায় রয়েছন কাজল। এক পুরুষকে (শাহির ♔শেখ) দুই যমজ বোনের সম্পর্কের টানাপোড়েন, অপরাধ এবং সেই রহস্যের সমাধানের দায়িত্বে থাকা কাজলকে নিয়ে এগোয় ছবির গল্প।
ছবির ট্রেলার লঞ্চে এক সাংবাদিক কাজলের থেকে জানতে চান জীবনে কখনও সম্পর্কে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন তিনি? কাজল নিজের মতো ক𝐆রে শুধু প্রশ্ন এড়িয়ে গেলেন না বরং ওই সাংবাদিককে ধমকও দিলেন। কাজল খেঁকিয়ে উঠে বলেন, ‘বেয়াদপি করবেন না। আমি এখানে কোনও উপাখ্যান শেয়ার করতে যাচ্ছি না। এটা খুবই ব্যক্তিগত বিষয়। যদি বিশ্বাসঘাতকতার শিকার হয়েও থাকি তবে সেট খুব ব্যক্তিগত। স্পষ্টতই আমি এখানে সেই নিয়ে বিস্তারিত বলব না’।
অনুষ্ঠানে কাজলের সঙ্গে হাজির ছিলেন তার সহশিল্পী কৃতি শ্যানন ও শাহির শꦕেখ। এই প্রশ্নের উত্তরে কাজল তার সহশিল্পীদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেন যে তারা বিশ্বাসঘাতকতার কোনও ব্যক্তিগত ঘটনা শেয়ার করতে চান কিনা। তারাও কাজলের সুরে সুর মিলিয়ে কোনও ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে রাজি হননি।
কাজল আরও বলেন, ‘আমরা এই বিষয়ে উপাখ্যান ভাগ করতে পারি না। তবে আম🔴রা আপনাকে বলতে পারি যে বিশ্বাসঘাতকতা এমন একটি বিষয় যার শিকার জীবনে সকলেই হয়। আমরা এখন প্রাপ্তবয়স্ক, মনে হয় আপনি কখনও শিশু বসয়ে কিংবা কিশোরবেলায় হয়ত বিশ্বাসঘতকতা অনুভব করে থাকবেন, প্রাপ্তবয়স্ক হিসাবেও আপনি এর শিকার হতে পারেবন। আপনার জীবনের কোনও সময়ে এটা ঘটবেই। অন্যথায়, আপনি আদৌ জীবন যাপন করেননি বা আপনি কোথাও একটি গাছের নীচে ছিলেন। হ্যাঁ, আমরা সবাই বিশ্বাসঘাতকতা অনুভব করেছি এবং আমি মনে করি আমরা ছবিতেও এটি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছি।’
কৃতি ওই সাংবাদিকের কাছে পালটা জানতে 🅰চান, তিনি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন কিনা। উত্ত๊রে ওই সাংবাদিক জানান, তিনি বিস্তারিত জানাবেন, তবে ব্যক্তিগতভাবে।
দো-পাত্তি সম্পর্কে
গল্পটি দেবীপুর নামের এক কাল্পনিক শহরের প্রেক্ষাপটে সাজানো। সেই শহরের পুলিশের আধিকারিক জ্যোতি (কাজল)। সৌ💧ম্যা (কৃতি সানন) এবং তার স্বামী ধ্রুব সুদের (শাহির শেখ) জীবনের অস্থির ঘটনায় আটকা পড়ে যান জ্যোতি। গল্পের আসল চমক সৌম্যার যমজ বোন শৈলী, যে আসলে নেতিবাচক চরিত্রে। বোনের বরের দিকে কু-দৃষ্টি তাঁর। একটা সময় ধ্রুবের বিরুদ্ধ খুনের চেষ্টার অভিযোগও আনবে সে। কিন্তু সত্যিটা কী?
&𒉰nbsp;শশাঙ্ক চতুর্বেদী পরিচালিত এই ছবি ২৫শ𝓀ে অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাবে।