বৃহস্পতিবার বিকে🃏লে সকলকে একপ্রকার চমকে দেয় স্বরা ভাস্করের এনগেজমেন্টের খবর। এরপর জানা যায়, ইতিমধ্যেই আইনি মতে বিবাহিত তিনি। সমাজবাদী পার্টির তরুণ নেতা ফাহাদ আহমেদকে বিয়ে করেছেন জানুয়ারি মাসে। এখন শুধু বাকি সামাজ♋িক অনুষ্ঠানের।
বৃহস্পতিবার মুম্বইতে একটি অন্তরঙ্গ এনগেজমেন্ট পার্টির আয়োজন করেছিলেন। যাতে শুধুমাত্র তাঁদের ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সোনম কাপুর, দিব্যা দত্ত, ডিজাইনার সন্দীপ খোসলা এবং অন্যদের মতো সেলিব্রিটিরা দুপুরে লাঞ্চের জন্য আসেন। তাঁদের সঙ্গে স্বরার বাবা-মা, সি উদয় ভাস্কর এবং ইরা ভাস্কর যোগ দিয়েছিলেন। স্বরার টি🍸ম জানিয়েছে, বিয়ে হবে দিল্লিতে।
অভিনেত্রীর বিয়ের খবরে প্রতিক্রিয়া এল কঙ্গনা রানাওয়াতের পক্ষ থেকে। টুইটারে স্বরা আর ফাহাদকে ট্যাগ করে তিনি লেখেন, ‘ভগবানের আশীর্বাদে তোমাদের দুজনকেই হাসিখুশি আর সুখী লাগছে। বিয়েꦆ তো হৃদয়ের হয়, বাকি সবই আনুষ্ঠানিকতা।’ সরকার বিরোধী মন্তব্য করার কারণে বেশ কয়েকবার মতানৈক্য হয়েছে স্বরার সঙ্গে কঙ্গনার। দুজনেই অবশ্য একসঙ্গে কাজ করেছেন তন্নু ওয়েডস মন্নু ও তন্নু ওয়েডস মন্নু রিটার্নসে। সেখানে দুজনে ছিলেন একে-অপের সবচেয়ে কাছের বন্ধু, মানে রিয়েল লাইফে না হলেও রিল লাইফে!
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে বিয়ের কথা জানিয়ে স্বরা টুইট করেন, ‘কখনও কখনও আপনি এমন কিছু খুঁজতে থাকেন যা আপনার পাশেই ছিল। আমরা প্রেম খুঁজছিলাম, কিন্তু আমরা প্রথমে বন্ধুত্ব পেয়েছি। এꦛবং তারপরে আমরা একে অপরকে পেয়েছি! আমার হৃদয়ে তোমাকে স্বাগতম @FahadZirarAhmad! এটা বিশৃঙ্খল কিন্তু এটা তোমার!🐬’
যার জবাব ফাহাদ লেখেন, ‘আমি ক𒈔খনই জানতাম না যে বিশৃঙ্খলা এত সুন্দর হতে পারে আমার হাত ধরে রাখার জন্য তোমাকে ধন্যবাদ।’
খবর রয়েছে এনগেজমেন্ট মুম্বইতে হলেও বিয়েটা হবে দিল্লিতে। বৃহস্পতিবার একটি লাল শাড়🌼ি পরেছিলেন অভিনেত্রী। সঙ্গে সিকোয়েন্সের কাজ করা অফ হোয়াইট ব্লাউজ। গলায় চোকার, মাথায় টিকলি, কপালে টিপ, লাল লিপস্টিকে দুর্দান্ত লাগছিল তাঁকে। ফাহাদকে দেখা গিয়েছে অফ হোয়াইট কুর্তা আর লাল জ্যাকেটে।
স্বরা প্রকাশ করেছেন যে, ২০২০ সালে একটি সমাবেশে ফাহাদের সঙ্গে প্রথম ༒দেখা হয় এবং বাকিটা ইতিহাস। তাঁরা একসঙ্গে প্রতিবাদে অংশ নেওয়া থেকে টুইটারে আলোচনা এবং এমনকী দুজনে একসঙ্গে একটি বিড়ালও দত্তক নিয়েছেন। স্বরার রহস্য পুরুষ নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছি🅠লই এতদিন। অবশেষে হল পরদা ফাঁস।