নতুন বিলাসবহুল গাড়ি কিনলেন কঙ্গনা রানাওয়াত! তিনি নিজেকে ৩ কোটি টাকার একটি রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি LWB উপহার দিলেন। প্রযোজনার জন্ꦰয তিনি ৩২ কোটি টাকার বিনিময়ে পালি হিলে তাঁর বাংলোটি বিক্রি করেছিলেন। সেই টাকা থেকেই তিনি নিজের জন্য এই বিলাসবহুল গাড়িটি কিনলেন।
ইনস্টাগ্রামে কঙ্গনা🎃কে তাঁর নতুন গাড়ির সঙ্গে কিছু ছব♛িতে দেখা গিয়েছে। সেই ছবিতে অভিনেত্রীর পরনে ছিল একটি সাদা সালোয়ার কামিজ। একটি ছবিতে গাড়ির পুজোর জন্য তাঁকে হাতে আরতির থালা ধরে থাকতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: ‘ভালোবাসিꦆ…’, অনন্যার প🐈্রিয়বন্ধু নাকি শাহরুখ ! ছবি দেখেই ফুট কাটল সুহানা!
ল্যান্ড রোভার মোদি মোটরস পোস্টটিতে তাঁকে তাঁর নতুন গাড়ির জন্য অভিনন্দন জানিয়েছܫে তাঁকে 'বলিউডের কুইন' বলে সম্বোধন ✱করেছে। কঙ্গনার একসঙ্গে অনেকগুলি ছবি তাঁরা পোস্ট করেছেন। তার মধ্যে একটি ছবিতে কঙ্গনাকে তাঁর ভাইপো অশ্বত্থামার সঙ্গে দেখা গিয়েছে। ছোট্ট অশ্বত্থামা তাঁর কোলে নিয়ে, খুদের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসছিলেন নায়িকা।
ল্যান্ড রোভার মোদি মোটরস কঙ্গনার ছবিগুলি পোস্ট করে লিখেছে, ‘বলিউডের কুইন, মিস কঙ্গনা রানাওয়াতকে তাঁর নতুন রেঞ্জ রোভার রাইডের জন্য অভিনন্দন!! রূপালী পর্দায় রাজত্ব করা থেকে শুরু করে সব কিছুতে জয় ছিনিয়ে নিয়েছেন তিনি। আপনি স𒀰ব সময় সব সমস্যায় মুখ খুলেছেন। এটা পাওয়ার হাউসটি এর চেয়ে কোনও অংশে কম যোগ্য নয়। আপনার মতোই সাহসী এবং নির্ভীকভাবে পথ চলার জন্য আমাদের সকলকে অনুপ্রাণিত করতে থাকুন।’
আরও পড়ুন: অষ্টমী রাতে আগুনে ভস্মীভꦆূত হয় সাধের…! HT Bangla-কে সেই ভয়াবহ অভিজ্ঞতা বলল শাশ্বত
প্রসঙ্গত, 🔯বর্তমানে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে শংসাপত্র প্রাপ্তিতে বিলম্বের কারণে কঙ্গনা পরিচালিত ছবি 'ইমার্জেন্সি'-এর মুক্তি পিছিয়ে গিয়েছে। সেন্ট্রাল বোর্ড ফর ফিল্ম সার্টি♔ফিকেশন (সিবিএফসি) ছবিটিতে ১৩টি কাট চেয়েছে, যেটিকে কঙ্গনার 'অযৌক্তিক' বলে মনে করেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনী অবলম্বনে নির্মিত এই ছবিটি চলতি বছরের ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তা শেষ পর্যন্ত হয়নি। এই ছবিতে কঙ্গনা ছাড়াও আরও অভিনয় করেছেন শ্রেয়াস তলপড়ে, অনুপম খের, মহিমা চৌধুরী এবং মিলিন্দ সোমন।
উল্লেখ্য, জাপকির নিবন্ধনের নথি অনুসারে জানা গিয়েছে, বিজেপি সাংসদ তথা বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত মুম্বইয়ের বান্দ্রার পালি হিল এলাকায় তাঁর বাংলোটি ভারতীয় মুদ্রায় ৩২ কোটি টাকায় বিক্রি করেছেন। ২০১৭ সালের সেপ্টেম্বরে কঙ্গনা রানাওয়াত ♑বাংলোটি ভারতীয় মুদ্রায় ২০ কোটি টাকায় কিনেছিলেন। অন্তত নথিগুলি থেকে সেই কথাই প্রকাশ্যে এসেছে। নথিতে অনুসারে জানা গিয়েছে, বাংলোটি ৩০৭৫ বর্গ ফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং এখানে ৫৬৫ বর্গ ফুট পার্কিং স্পেস রয়েছে।