শুরু থেকেই চর্চায় ‘কফি উইথ করণ’ সিজন ৮। করণের কফি কাউচে ইতিমধ্যে হাজির হয়েছেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, অনন্যা পাণ্ডে, সারা আলি খানের মতো তারকারা। শোয়ের প্রতিটা এপিসোডই দর্শকদের প্রচুর বিনোদন যোগাচ্ছে। আসন্ন এপিসোডে হাজির হবেন কাপুর সিস্টার্স জাহ্নবী এবং খুশি। শ্রীদেবী মারা যাওয়ার পর বোন খুশিক♉ে আগলে আগলে রেখেছেন দিদি জাহ্নবীই।
মেয়ে জাহ্নবীর বলিউড ডেবিউ নিয়ে একসময় আবেগঘন মন্তব্য করেছিলেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী। রিপোর্ট বলছে সেই নিয়ে নাকি করণ বলেছেন, ‘আগে পড়েছিলাম, ইন্ডাস্ট্রিতে প্রবেশের আগে তোমাদের মা নাকি বলেছিলেন, তুমি মনের দিক থেকে বেশিই আবেগপ্রবণ। খুব তাড়াতাড়ি ভেঙে পড়ো। খুশি তোমার থেকে বয়সে ছোট হলেও ও নাকি বড় বোনের ভূমিকা পালন করে। এটা কি সত্যি?’ আরও পড়ুন: কে বেশি হ্যান্ডসাম? ছেলে আর্য🐼মানের সঙ্গে ছবি দিলেন ববি, চমকে যাওয়া কমেন্ট প্রীতির
এর উত্তরে জাহ্নবী সাফ জাꦅনিয়েছেন, ‘হ্যাঁ, আমার মনে হয় একটু, আমি অনুভব করি সময়ের সঙ্গে অনেক পরিবর্তন এসেছে। মানে, অবশ্যই, যেহেতু ও অনেক কিছু কাটিয়ে উঠেছে তাই ওর আমি কখনও কখনও ওর কাছে সন্তান-সম আবার কখনও কখনও মায়ের মতো’।
শ্রীদেবী ও বনি 🦂কাপুরের দুই মেয়ে জাহ্নবী ও খুশি, দুজনেই এখন তারকা। জাহ্নবী কেরিয়ার শুরু করেছেন বহু আগেই। তবে ২০২৩-এ 'দ্য আর্চিজ' হাত ধরে ডেবিউ করেছেন খুশিও। সমℱ্প্রতি করণ জোহরের Koffee With Karan-এর সিজন ৮-এ হাজির হয়েছিলেন দুই বোন।