আর মেরে কেটে কয়েক ঘণ্টা বাকি। এখনও খাদান ছবিটির অ্যাডভান্স বুকিং শুরু হয়নি। সেই বিষয়ে খোদ দেব মুখ খুলেছেন। এবার কুণাল ঘোষ আগামীতে মুক্তি পাওয়া বাংলা ছবিগুলোর হল না পাওয়া নিয়ে সরব হলেন। প্রশ্ন তুললেন কেন বাংলা ছবি বাংলায় হল 🍸পাবে না, সেটা নিয়ে।
কী ঘটেছে?
এদিন দেব একটি পোস্ট করেন যেখানে তিনি নাম না করেই জানান যে পুষ্পা ২ ছবিটির জন্য হল পাচ্ছে না খাদান। দর্শকদের থেকে অভিনেতা রীতিমত ক্ষমা চান এখনও অ্যাডভান্স বুকিং না খোলায়। একই সঙ্গে সেই পোস্টে তিনি লেখেন, ''আমি আমার দর্শকদের থেকে আন্তরিক ভাবে মন থেকে ক্ষমা চাইছি এখনও অ꧅্যাডভান্স বুকিং না খোলায়। বিশ্বাস করুন আমি চেষ্টা করছি। এবং লড়াই চালিয়ে যাচ্ছি খাদান ছবিটি যাতে শো পায় এবং যাতে অ্যাডভান্স ꧋বুকিং শুরু করা যায়। কিন্তু খাদান ছবিটি এখনও শো পাচ্ছে না কারণ অন্য ভাষার ছবি বাংলায় ডিস্ট্রিবিউশনের জন্য। দুঃখিত খুবই দুঃখিত। ধৈর্য ধরো দয়া করো। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, বন্ধ করব না লড়াই।'
এই ঘটনার পরই বাংলা ছবির হয়ে সওয়াল করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি এদিন এক্স হ্যান্ডেলে আসন্ন ৪ টি বাংলা ছবির পোস্টার পোস্ট করেন। সঙ্গে ক্যাপশনে ൲লেখেন, 'পুষ্পা ২ চলুক। কিন্তু সামনে চারটি নতুন বাংলা সিনেমা আসছে। খাদান, সন্তান, পাঁচ নং স্বপ্নময় লেন, চালচিত্র। পাশাপাশি বহুরূপী এখনও দাপটে চলছে। বাংলা ছবির হল পেꦗতে সমস্যার কথা শোনা যাচ্ছে কেন? হিন্দি বা অন্য ছবি চলবে। কিন্তু বাংলা ছবিকে যথাযথভাবে দর্শকের দরবারে হাজির হওয়ার সুযোগ তো দিতে হবে। দর্শক ভালোমন্দ বিচার করবেন তারপর। চারটি নতুন ছবি একসঙ্গে। বড় কম কথা নয়। হল সমস্যার সুষ্ঠু সমাধান হোক।'
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'যতদিন পশ্চিমবঙ্গ ফিল্ম 🏅ইন্ডাস্ট্রি রাজনীতি মুক্ত না হবে। ততদিন একটাও বাঙলা মুভি দেখব না।' দ্বিতীয় জন লেখেন, 'বাংলা সিনেমার জন্য প্রেক্ষাগৃহ পাওয়া একটি সমস্যা, কারণ আপনার সরকার বাঙালিদের সংখ্যালঘুতে পরিণত করতে ব্যস্ত এবং অ-বাঙা🎃লিদের তোষণ করছে।'
আরও পড়ুন: পুষ্পা ২ ঝড়েও বহাল বহুরূপ🐻ী ম্যাজিক! গুড নিউজ দিয়ে শিবপ্রসাদ লিখলেন, '৭০ তম দিনেও হাউজফুল'
আসন্ন ৪ টি বাংলা ছবি
২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ৪ টি বাংলা ছবি, তালিকায় আছে প্রতিম ডি গুপ্তর ক্রাইম থ্রিলার চালচিত্র, দেব এবং যিশু অভিনীত, সুজিত দত্ত রিনো পরিচালিত খাদান, রাজ চক্রবর্তী পরিচালিত, মিঠুন চক্রꦿবর্তী এবং ঋত্বিক চক্রবর্তী অভিনীত সন্তান ও মানসী সিনহা পরিচালিত ৫ নম্বর স্বপ্নময় লেন। চারটি ছবি চারটি জ্যরের। চারটি ছবি নিয়েই দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। এখন শেষ পর্যন্ত কোন ছবি কেমন হল পায়, কতটা দর্শকদের মন জয় করে সেটাই দেখার।