প্রয়াত অভিনেতা ইরফান খান এবং ওম পুরিকে নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে র সম্পর্কে বেশকিছু কথা বলেছেন নওয়াজউদ্দিন সি🥀দ্দিকী। তাঁর কথায় দর্শক এবং পরিচালকরা এই দুই তারকার মৃত্যুর পর তাঁদের প্রতিভার মূল্য বুঝেছেন। নওয়াজ নওয়াজউদ্দিন ওম পুরি, ইরফান খান, মনোজ বাজপেয়ী এবং পঙ্কজ কাপুরের প্রশংসা করেছেন। তাঁর ক𝓀থায়, এটা দুঃখের বিষয় যে এই অভিনেতাদের নিয়ে কখনও বড় বাজেটের ছবি তৈরি হয়নি।
ঠিক কী বলেছেন নওয়াজউদ্দিন?
পিঙ্কভিলা-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী বলেন, 'ওম পুরf, পঙ্কজ কাপুর, মনোজ বাজপেয়ী এবং ইরফান খানের⭕ মতো শিল্পীরা আমাদের দেশের মহান শিল্পী। তবে আমার দুঃখ হয় যে, এই অভিনেতাদের নিয়ে কেউ বড় বাজেটের ছবি তৈরি করেনি, কেউ ভাবেওনি। যদিও দর্শকরা তাঁদের দেখার জন্য পাগল হয়ে যেত, কিন্তু তাঁদের সিনেমা কখনও সেভাবে মানুষের কাছে পৌঁছায়নি।"
নওয়াজউদ্দিন আরও বলেন, ‘আমরা প্রায়ই শুনি যে দুই ধরনের অভিনেতা আছে, একদল যারা জনসাধারণের জন্য এবং 🦂অন্য লোকজন ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য, কিন্তু এই ক্ষেত্রে জনসাধারণের অভিনেতারা জনসাধারণের কাছে পৌঁছতে পারেন না তবে ইন্ডাস্ট্রির অভিনেতাদের সর্বত্র দেখা যায়।’
‘আমার মৃত্যুর পর কী হবে, তাতে কিছু যায় আসে না’
নওয়াজউদ্দিন সিদ্দিকীকে যখন তাঁর উত্তরাধিকার নিয়ে জিগ্গেস করা হয়েছিল এবং কীভাবে তিনি স্মরণীয় থাকতে চান তা জিজ্ঞাসা করা হয়েছিল,✨ তখন নওয়াজউদ্দিন বলেন, ‘আমার মৃত্যুর পর যে কী হবে, তাতে কিছু যায় আসে না।’ এরপর নওয়াজউদ্দিন সিদ্দিকী জোর দিয়ে বলেন যে, অভিনেতাদের জীবিত থাকাকালীন সম্মান প্রদান করা আরও গুরুত্ব𒁃পূর্ণ।'
নওয়াজ🌼 বলেন, ‘প্রায়ই আমরা দেখি যে, কোনও অভিনেতার প্রতিভা এবং মূল্য তাঁর মৃত্যুর পরই মানুষ বুঝতে পারে, যখন তারা বেঁচে থাকেন, তখন আপনি তাদেঁর প্রতি মনোযোগ দেননা এবং এখন আপনি তাঁদের প্রশংসা করতে চাইছেন। এটি একটি কঠোর সত্য, কারণ আজ মানুষ ইরফান ভাইকে নিয়ে কথা বলছেন, কিন্তু এঁদের মধ্যে মধ্যে কেউ কি ওঁকে নিয়ে ২৫ কোটি টাকার ছবি তৈরি করেছিলেন?’