পুষ্পা ২ জ্বরে কাঁপছে দেশ। ২৪ দিন পরেও বক্স অফিসে দাপট দেখাচ্ছে আ🎃ল্লু অর্জুনের ছবি। আর তখনই সুদূর মেলবোর্নে অস্ট্রে🧜লিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে পুষ্পা ওরফে আল্লুর স্টাইল কপি করে উদযাপনে ভাসলেন তরুণ ক্রিকেটার নীতীশ কুমার রেড্ডি।
আরও পড়ুন: পুষ্পা ২ জ্বরে ধরাশায়ী বেবি জন! শনিবার সাড়ে ১২ কোটি আয় আল্লুর ছবির, কী হাল �💛�বরুণের?
কী ঘটেছে?
অস্ট্রেলিয়ার মাটিতে এক সেঞ্চুরিতেই গোটা খেলার মোড় ঘুরিয়ে দিলেন নীতীশ কুমার। মেলবোর্নের মাটিতে নিজের কেরিয়ারের প্রথম সেঞ্চুﷺরি হাঁকালেন তিনি। আর এ কথা তো সকলেই জানেন জীবনের যা কিছু প্রথম তা 𒉰ভীষণ স্পেশ্যাল হয়। আর সেটার উদযাপন হবে না তাই হয় কখনও? বিশেষ করে যখন কেরিয়ারের প্রথম সেঞ্চুরির হাত ধরে গোটা দলের স্কোর ভালো জায়গায় পৌঁছে যায়।
এদিন নীতীশ কুমার রেড্ডির ১০০ রানের সঙ্গে ভারত ৯ 🎶উইকেট খুইয়ে ৩৫৮ রান তুলতে পেরেছে। আর তারপরই ব্যাটিংয়ে ঝড় তুলে 𝓀সেটার উদযাপনেও নজর কেড়ে নেন নীতীশ কুমার। এই তরুণ তুর্কি এদিন ৫০ রান স্কোর বোর্ডে যোগ করার পর মাঠে দাঁড়িয়ে পুষ্পা ওরফে আল্লু অর্জুনের কায়দায় বলা ভালো তাঁর সেই আইকনিক স্টেপ করেন।
যদিও অনেকেই এদিন নীতীশ কুমার যেভাবে তাঁর শতরানের উদযাপন ꦑকরেছেন তার সঙ্গে অনেকেꦯই প্রভাস অভিনীত বাহুবলী বা সালার ছবির মিল পেয়েছেন।
নীতীশ কুমারের কাণ্ড দেখে কী বলেছে পুষ্পা টিম?
এদিন নীতীশ কুমার রেড্ডি ব্যাটিংয়ে আগুন ঝরানোর পর এমনি গোটা দেশ তাঁকে নিয়ে আবেগে ভাসছে। কিন্তু আল্লু অর্জুনের পুষ্পা থেকে এই সিগনেচার স্টেপ করার পর সিনেমার টিমের তরফে প্রক্রিয়া জানাতে ভোলেননি নীতীশের এই উদযাপনের ভিডিয়ো পুষ্পা ২ টিম 💛পোস্ট করেছে। সেখানে তাঁরা ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে লেখেন, 'আসালুথাগ্গেলে।'
পুষ্পা ২ প্রসঙ্গে
সুকুমার পরিচালিত এই ছবিটি পুষ্পা ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি। এই ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে মুখ্য ভূমিকায় আছেন রশ্মিকা মন্দানা। ৫ ডিসেম্বর বক্স অফিসে মুক্তি পেয়েছে ছবিটি। এদিন সচ✤নিল্কের রিপোর্টে জ❀ানানো হয়েছে শনিবার, ২৮ ডিসেম্বর আল্লু অর্জুনের ছবি পুষ্পা ২: দ্যা রুল ছবিটি বক্স অফিসে ১২ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে। চতুর্থ শুক্রবারেও এই বিপুল পরিমাণ আয়ের পর বর্তমানে ছবিটির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ১১৪১ কোটি ৩৫ লাখ টাকায়।