তাঁদের বিয়ে নিয়ে কিছু কম চর্চা হয়নি। তবে ꩵবিয়েটা একপ্রকার ঘরোয়াভাবে, চুপিচুপিই সেরেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, পিয়া চক্রবর্তী। আজ ২৪ ডিসেম্বর, ক্রিღসমাস শুরুর ঠিক আগেই পরম-পিয়ার বড়দিন।
হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজই পরমব্রত চট্টোপাধ্যায়, পিয়া চক্রবর্তীর রিসেপশন। রিসেপশনে আমন্ত্রিত টলিপাড়ার অনেক না𝄹মী ব্যক্তিত্বই। এদিক♉ে রিসেপশনের আগে সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট জলি চন্দার কাছে গিয়ে নিজের লুকটাই বদলে ফেললেন পরমব্রত চট্টোপাধ্যায়। হাজার হোক রিসেপশন বলে কথা!
জলি চন্দা নিজেই পরমব্রতর হেয়ার কা💃ট করার ভিডিয়ো পোস্ট করেছেন। হেয়ারকাট করার পর পরমব্রতর সঙ্গে ছবিও তুলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়।ভিডিয়োর ক্যাপশানে জলি চন্দা লিখেছেন, ‘আমার soul mate পরমব্রত চট্টোপাধ্যায়কে পেয়ে খুশি।📖 আমি আপনার জন্য তাই খুশি। আপনার জন্য ভালবাসা ও শুভকামনা রইল।’
𝓀আরও পড়ুন-দুর্নীতির ধর্মপুরে 'মসিহা' দেব, সৌমিতৃষার সঙ্গে রোম্যান্স কতটা জমল? কেমন হল 'প্রধান'?
আরও পড়ুন-‘কোথাও মꦆেকআপ ঠিক নেই, কোথাও পোশাক, বেশকিছু সমস্যা রয়েছে’, ভুল স্বীকার অ্যানিম্যাল পরিচালকের
আরও পড়ুন-‘খরাজদা একদিন মাংস রান্না করল,আমরা সবাই গান গাইতাম’ প্রধানের শ্যুটিংয়ে আড্ডার কথা ꦆফাঁস সোহমের