প্রতীক সেনকে দর্শকরা শেষবার উড়ান ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখেছেন। কিছু মাস আগেই ফুরিয়েছে সেই মেগার সফর। এবার জানা গেল নতুন একটি সিরিয়াল নিয়ে আসছ🦩েন তিনি। তবে এর স্টার জলসা নয়। বরং জি বাংলার♋ পর্দায় দেখা যাবে অভিনেতাকে। তাঁর বিপরীতে থাকবেন কে?
আরও পড়ুন: বিয়ের বছ🍰র পার, একগুচ্ছ অদেখা ছবির সঙ্গে আদৃত𒁏ের জন্য খোলা চিঠি কৌশাম্বির! লিখলেন, 'এভাবেই...'
প্রতীক সেনের নতুন ধারাবাহিক
শুক্রবার অর্থাৎ ৯ মে নাকি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রতীক সেনের নতুন ধারাবাহিকের শ্যুটিং। আনন্দবাজারের তরফে জানানো হয়েছে এই ধার🐭াবাহিকের শ্যুটিং বর্ধমানে হয়েছে এদিন। নাম রাখা হয়েছে দাদামণি। যদিও এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। কোনও ঘোষণাও করা হয়নি। তবে সূত্রের খবর নীলাঞ্জনা শর্মার প্রোডাকশন হাউজ এই ধারাবাহিকের প্রযোজনা করছে।
এ বিষয়ে জানিয়ে রাখা ভালো, প্রতীকের বিপরীতে কাকে দেখা যাবে সেটা নিয়েও চলছে চর্চা। কারও মতে অনুষ্কা চক্রবর্তীকে নাকি দেখা যাবে প্রতীক সেনের বিপরীতে, অভিনেত্রীকে হীরালাল সিনেমায় দেখা গিয়েছিল। আবার ༺কানাঘুষোয় শোনা য🐈াচ্ছে একদম নতুন কেউ থাকতে পারেন নায়িকা হিসেবে। সেক্ষেত্রে ড্যান্স বাংলা ড্যান্সের কোনও প্রতিযোগী থাকতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত কাকে মুখ্য মহিলা চরিত্রে দেখা যাবে সেটা সময়ই বলবে।
প্র💜সঙ্গত জি বাংলায় দুটি নতুন ধারাবাহিকের ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। কুসুম এবং রানি ভবানী আসছে। কুসুম ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এলেও সময় বা শুরুর দিন ঘোষণা হয়নি। ত্রিকোণ প্রেমের গল্পে মুখ্য ভূমিকায় থাকবেন তানিস্কা, আর্য এবং শৌর্য। অন্যদিকে রানি ভবানী ধারাবাহিকের কেবল ঘোষণা হয়েছে, কোনও প্রোমো আসেনি। তবে জানা গিয়েছে এই চরিত্রে নাকি স্বস্তিকা দত্তকে দেখা যাবে। এই রটনা যদি সত্যি হয়, তবে বহুদিন পর আবারও তিনি ছোট পর্দায় ফিরতে চলেছেন সেটা বলাই বাহুল্য। এবার জানা গেল প্রতীক সেনের এই ধারাবাহিকের খবর। প্রতীক সেন এর আগে খোকাবাবু, মোহর, উড়ান সহ যে কটি ধারাবাহিকের অভিনয় করেছেন সবই স্টার জলসায় সম্প্রচারিত হয়েছে। এই প্রথম তাঁকে জি বাংলায় দেখা যাবে।