যমজ সন্তানের মা বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা। লস অ্যাঞ্জেলেস🎶ে দুই সন্তান, স্বামী জেনে গুডেনাফের সঙ্গে ভরা সংসার বলিউড অভিনেত্রীর। অভিনয় জগত থেকে বিগত কয়েক বছর ধরে দূরেই রয়েছেন প্রীতি। সদ্য যমজ সন্তানের ‘মুণ্ডন’ করিয়ে অর্থাৎ মাথা💝 নেড়া করে ছবি শেয়ার করেছেন নেটমাধ্যমের পাতায়।
সামগ্রিক ভাবে কোনও শিশুর জন্মের পর কন্যা-পুত্র নির্বিশেষে এই মাথা কামিয়ে দেওয়ার রেওয়াজ কিন্তু সব হিন্দু পরিবারেই রয়েছে, একে বলা হয়ে থাকে মুণ্ডন সংস্কার বা মস্তক মুণ্ডন সংস্কার। যমজ সন্তানের ‘মুণ্ডন’ করানোর ছবি ইস্টাগ্রামের পাতায় শেয়ার করে একটি দীর্ঘ নোট লিখেছেন প্রীতি। আরও পড়ুন: সম🍸ুদ্রের হাওয়া খেতে🌳 গেলেন নিয়াঙ্কা, প্রমোদতরীতে ‘সামার লুকে’ কাঁপাচ্ছে মালতী
অভিনেত্রীর শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, জয় এবং গিয়া দুজনে বাড়ির মেঝেতে বসে খেলায় মত্ত। দুজনের মাথাই নেড়া। গিয়া একটি ফ্যাকাশে নীল পোশাক পরা, জয়কে ধূসর টি-শার্ট এবং ফিরোজা শর্টসে দেখা গিয়েছে। দুজনে প্রীতির লꦚিভিং রুমে খেলছিল কারণ কাছাকাছি কয়েকটি চেয়ারও দেখা গিয়েছে ছবিতে।