শয়তান খ্যাত অভিনেতা আর মাধবন এদিন একটি নতুন ফ্ল্যাট কিনলেন। তাঁর সম্পত্তির তালিকায় যুক্ত হল আরও একটি আলিশান ফ্ল্যাট। বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে অবস্থিত আর মাধবনের নতুন ফ্ল্যাটটি। প্রপার্টি রেজিস্ট্রেশন ডকুমেন্ট থেকে জানা গিয়েছে অভিনেতা এই ফ্ল্যাটটি ১৭ কোটি ৫০ লাখ টাকার বিনিময়ে কিনেছেন। এমনটাই স্কোয়ার ইয়ার্ডসের রিপোর্টে জানানো হয়েছে। আর মাধবনের এই নতুন ফ্ল্যাটটি ৪ হাজার ১৮২ স্কোয়ার ফিট এরিয়া নিয়ে তৈরি। সঙ্গে আছে দুটো পার্কিং স্পেস।
আরও পড়ুন: ঋষি কৌশিককে মানসিক রোগী প্রতিপন্ন করতে চেয়েছেন দেবযানী! ১২ বছর পর বিচ্ছেদের পথে তারকা দম্পতি?
আর মাধবনের নতুন সম্পত্তির বিষয়ে
আর মাধবনের নতুন সম্পত্তিটি সিগনিয়া পার্ল নামক একটি বিল্ডিংয়ে অবস্থিত। এখানে সব ৪ এবং ৫ BHK ফ্ল্যাট আছে। এছাড়া বিভিন্ন অত্যাধুনিক সুযোগ সুবিধা উপলব্ধ রয়েছে এখানে। স্কোয়ার ইয়ার্ডসের তরফে জানানো হয়েছে গত ২২ জুলাই এই সেল ডিড ফাইনাল হয়েছে। ১ কোটি ৫ লাখ স্ট্যাম্প ডিউটি লেগেছে এর জন্য এবং ৩০ হাজার টাকার রেজিস্ট্রেশন।
প্রসঙ্গত আর মাধবনের এই ফ্ল্যাট যেখানে অবস্থিত অর্থাৎ বান্দ্রা কুর্লা কমপ্লেক্স সেটি বিত্তশালীদের থাকার জায়গা। এখানে দারুণ সব বাড়ি, বাংলো রয়েছে। বিভিন্ন তারকাদের ফ্ল্যাট এবং বাংলো রয়েছে এই জায়গায়।
আর মাধবনের প্রজেক্ট
এস শশিকান্তের প্রথম ছবি টেস্টে মাধবনকে মুখ্য ভূমিকায় দেখা যাবে। তাঁর সঙ্গে সেখানে থাকবেন নয়নতারা, সিদ্ধার্থ। এছাড়াও তিনি দুটো ছবিতে সই করেছেন।