AI-এর ফাঁদে এবার আর মাধবন। এআই-এর বানানো ভিডিয়োকে সত্যি ভেবে ভুল করেছেন, এমন মানুষের সংখ্যা নেহাত কম নেই। এবার AI-এর ভিডিয়ো নিয়ে মুখ খুললেন অভিনেতা আর মাধবন। জিটিভি মি-কে দেওয়া সাক্ষাৎকারে মাধবন বলেন, রোনাল্ডো এবং ক্রিকেটার বিরাট কোহলির একটি ভিডিয়ো দেখে তিনিও ‘বোকা বনে’ গিয়েছিলেন। পরে অনুষ্কার মেসেজে তাঁর ভুল ভাঙে।
মাধবন AI ভিডিয়ো নিয়ে মুখ খুলেছেন…
সাক্ষাৎকারে মাধবনকে জিগ্গেস করা হয়েছিল, তিনি বাস্তব জীবনে কখনও প্রতারিত হয়েছেন কিনা! উত্তরে মাধবন জানান তিনি একবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডের বিরাটের 'প্রশংসা' করার ভিডিও দেখে সেটাকে আসল ভেবে বিশ্বাস করেছিলেন। মাধবনের কথায়, 'হ্যাঁ, আসলে আমি যে রিলগুলো দেখেছিলাম, সেখানে কেউ একজন বিরাট কোহলির প্রশংসা করেছেন। আসলে, সেটা দেখে আমি ভেবেছিলাম ওটা রোনাল্ডো। কোহলির ব্যাটিং দেখে তিনি কতটা উপভোগ করতেন এবং কতটা কিংবদন্তি বলে মনে করতেন, সেটাই বলছিলেম। আমি গর্ব করে সেটা বিভিন্ন লোকজনকে ফরোয়ার্ড করি। এমনকি ইনস্টাগ্রামেও শেয়ার করি। তারপর অনুষ্কা শর্মার ভাই আমায় জানায় যে এটা ভুয়ো, এআই-এর বানানো নকল ভিডিয়ো ওটা।
আরও পডুন-টেকনিশিয়ান বিরোধী কথা বলেছেন, অভিযোগে ফেডারেশনের কোপে পরিচালক শ্রীজিৎ, বন্ধ শ্য়ুটিং