রাষ্ট্রীয় জনতা দল বা RJD এর এমপি মনোজ কুমার ঝা সম্প্রতি ইলেক�𓂃�শন কমিশনকে একহাত নিলেন। আর সেটা করতেই পঞ্চায়েত ওয়েব সিরিজের তুলনা টানলেন তিনি। উঠে এল প্রাক নির্বাচনের সার্ভের কথাও। এছাড়া লোকসভা নির্বাচনের সময় প্রচার করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিতর্কিত মন্তব্যগুলো করতেন সেগুলো নিয়েও এদিন প্রশ্ন তোলেন RJD এর এমপি। তিনি জানান ইলেকশন কমিশনের কাছে একাধিক অভিযোগও জানিয়েছিলেন প্রথম দফার নির্বাচনের সময় কিন্তু সেটার উত্তর নাকি তিনি মাত্র দুদিন আগে পেয়েছেন।
কী জানিয়েছেন মনোজ কুমার ঝা?
রাষ্ট্রপতির বক্তব্যের পর থ্যাংকস মোশন চলাকালীন মনোজ কুমার ঝা এই বক্তব্য রাখেন। তিনি বলেন, 'আমি গত পরশু ইমেলের উত্তর পেয়েছি সেখানে আমার নাম, ঠিকানা, ফোন নম্বর জানতে চাওয়া হয়েছে। না মানে কিসের জন্য? এটাই কি সিস্টেম?' একই সঙ্গে তিনি একটি প্রাক নির্বাচন সার্ভের কথাও তোলেন যেটা লোকনীতি সিএসডিএ♌স করে থাকে, সেখান থেকে জানা গিয়েছে মাত্র ২৮ শতাংশ মানুষ ইলেকশন কমিশনকে বিশ্বাস করেন।
আরও পড়ুন: ৫ দিনেই ৩৫০ কোটির দোরগোড়ায় কল্কি ২৮৯৮ এডি! প্রথম স𒉰োমব🎐ার ঘরে কত তুলল প্রভাস - দীপিকার ছবি?
মনোজ এদিন বলেন 'এর থেকে বেশি ভরসা তো পঞ্চায়েত ওয়েব সির🦩িজের ফুলেরা গ্রামের প🅘্রধানকে সবাই করত।' প্রসঙ্গত পঞ্চায়েত একটি জনপ্রিয় ওয়েব সিরিজ, যেখানে এই প্রধানের চরিত্রটি অভিনয় করতেন প্রধান জি।
আরও পড়ুন: সাহেবের নামে ফেক অ্যাকাউন෴্ট খুলে ছড়ানো হচ্💙ছে ভুয়ো তথ্য! 'এভি' বললেন, 'আমি তো এসবের...'
প্রসঙ্গত এই উল্লিখিত সার্ভে অনুযায়ী ১৭ শতাংশ উত্তরদাতা মনে করেন 🐻যে ইভিএমকে রুলিং পার্টি ম্যানিপুলেট করতে পারে। ২৮ শতাংশের বিশ্বাস করতেও পারে, আবার নাও পারে। ২৭ শতাংশ বিশ্বাস করেন যে রুলিং পার্টি এমন কিছুই করে না। ১৯ রাজ্য থেকে ১০ হাজারের বেশি উত্তরদাতার থেকে উত্তর নিয়ে এই সার্ভে করেছিল এবার সিএসডিএস।