সদ্যই শুরু হয়েছে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো। নেটফ্লিক্সে এই শোট⛄ি দেখা যাচ্ছে। আর সেটারই নতুন প্রোমো এদিন প্রকাশ্যে আনা হল। সেখানে দেখা যাচ্ছে অতিথি হিসেবে কপিলের শোতে আসছেন দুই ভারতীয় ক্রিকেটার র🐬োহিত শর্মা এবং শ্রেয়স আইয়ার। এই শোতে এসে তাঁরা কী কী মজা করবেন সেটারই ঝলক এদিন প্রকাশ্যে এল।
আরও পড়ুন: 'লালꦏদার শেখানো পথেই প্রতিবাদ করেছি...' সুমনের নাটকে 'ধর্ষক' সুদীপ্ত! প্রতিবাদে গর্জে উঠলেন বেণী বসু
কপিলের শোতে কী বললেন রোহিত?
এদিন নেটফ্লিক্সের তরফে যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোয়ের সেখানে ব্যাটারি চালিত গাড়ি করে ঢুকতে দেখা যাচ্ছে রোহিত এবং শ্রেয়সকে। তারপরই তাঁদেরকে চিয়ার লিডারদের💝 মতো হাতে পমপম নিয়ে নাচতে দেখা যাচ্ছে।
এরপরই একটা সময় কপিল রোহিতকে জিজ্ঞেস করেন যে রোহিত কখনও ♔কোনও ম্যাচ চলার সময় মাঠে কারও উপর মেজাজ হারিয়েছেন বা গালি দিয়েছেন? এই প্রশ্ন শুনে মজা করে রোহিত বলেন, 'কী আর বলব। আমার ছেলেগুলো এত অলস মুরগি যে ওরা দৌড়াতেই চায় না।' তাঁর এই কথা শুনে হেসে গড়িয়ে পড়েন সকলে। এমনকি অডিয়েন্সে বসে থাকা রোহিতের স্ত্রী রিতিকাও 🌊হেসে ফেলেন বরের কথায়।
আরও পড়ুন: 'বাং⛄লা এখনও পিছিয়ে🌸...' মির্জা দিয়েই টলিউডের 'ভুল' শুধরাতে বদ্ধপরিকর অঙ্কুশ! কোন বদল আনতে চাইছেন?
প🍸্রসঙ্গত এখন রোহিত শর্মা মুম্বই ইন্🐈ডিয়ান্সের হয়ে আইপিএলে খেলছেন। অন্যদিকে শ্রেয়স আইয়ার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন। তিনি নাইট রাইডার্স দোলের ক্যাপ্টেন।