প্রতি বছর কান চলচ্চিত্র উৎসবে সারা বিশ্বের অভিনেতা অভিনেত্রীদের দেখা যায় ইউনিক পোশাক পরে আসতে। সেলিব্রিটিদের হরেক রকম সাজে সাজ��তে দেখা যায় এই অনুষ্ঠানে। তবে চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে একেবারে অন্যরকম স꧅াজে সেজে সকলের নজর কাড়লেন রুচি গুজ্জর।
মডেল তথা অভিনেত্রী রুচি কান চলচ্চিত্র উৎসবে একটি সোনালী রঙের লেহেঙ্গা পরে উপস্থিত হয়েছিলেন, যার ফলে বিশ্বের দরবারে আরও একবার ভারতীয় ঐতিহ্য পরিচিত হল। ত✅বে লেহেঙ্গার থেꦺকেও সব থেকে বেশি যদি নজর কেড়েছে সেটি হল রুচির গলার নেকলেস।
আরও পড়ুন: সবুজ শা🎃ড়িতে শর্মিলা, শ্বেতশুভ্র সিমি,❀ মুগ্ধ দর্শকরা বললেন, ‘এভাবেই সাজতে হয়…’
আরও পড়ুন: মুক্෴তি পেল ‘ওয়ার ২’ টিজার, প্রকাশ্যে ছবি মুক্তির তারিখও, কবে ꧙আসছে হৃত্বিকের ছবি?
রুচি যে নেকলেসটি পরেছিলেন সেই নেকলেসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি আঁকা ছিল। রুপা শর্মার ডিজাইন করা এই লেহেঙ্গায় ছিল হস্তশিল্পের ছোঁয়া। ওড💝়না অর্থাৎ দোপাট্টায় ছিল রামের ডিজাইন আঁকা। ভারী জরদৌসী কাজ দিয়ে গোটা লেহেঙ্গাটি তৈরি করা হয়েছিল। সব মিলিয়ে রাজস্থানের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছেন রুচি।
রুচির এই ইউনিক পোশাক সম্পর্কে জিজ্ঞাসা করায় তিনি নিউজ এইট্টিনকে বলেন, ‘এই পোশাকের মাধ্যমে ভারতের ঐতিহ্যকে, বিশেষ করে রাজস্থানের কারুকার্যকে বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করেছি। নেকলেসটি শুধুমাত্র একট🌞ি গয়না নয়, নেকলেসে আঁকা নরেন্দ্র মোদির ছবি রেখে আমি প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে চেয়েছিলাম। যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত আজ নতুন উচ্চতায় পৌঁছেছে, তাঁকে সম্মান জানানোর এটি অল্প প্রয়াস মাত্র।’
আরও পড়ুন: অপেশাদার! ‘হেরা ফেরি ৩’ ছেড়ে দেওয়ায় পরেশের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত𝓀 অক্ষয়ের
আরও পড়ুন: 'কোটিপতি হলেও ও আদপে মধ্যবিত্ত...', শাহরুখ সম্পর💟্ক🌠ে কেন বললেন অনুভব?
প্রসঙ্গত, রুচি গুজ্জর হলেন ইন্ডাস্ট্রির নতুন অভিনেত্রী, যিনি নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছেন বলিউডে। জয়পুরের মহারানী কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে অভিনেত্রী হওয়ার স্বপ্ন 🍌পূরণ করার জন্য মুম্বই আসেন তিনি। প্রাক্তন মিস হরিয়ানা রুচি ইতিমধ্যেই ‘জব তু💖 মেরি না রাহি’, ‘হেলি মে চোর’ সহ একাধিক মিউজিক ভিডিয়োয় অভিনয় করেছেন।
তবে বলিউডে স্বপ্ন পূরণ করার জন্য পারিবারিক বেশ কিছু সমস্যাকে চ্যালেঞ্জ করতে হয়েছিল রুচিকে। যেহেতু তিনি গুজ্জর পরিবারের সদস্য, তাই ওই পরিবারে🎐র নিয়ম অনুযায়ী নারীদের কাজ করার অনুমতি ছিল না তাঁর। তবে সমস্ত প্রতিকূলতাকে পিছনে ফেলে রেখে তিনি নিজেকে এগিয়ে নিয়ে যেতে চান এবং নিজের সম্প্রদায়ের মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে থাকতে চান।