বাবার দেখানো পথে হেঁটে কিছুদিন আগেই বলিউডে ডেবিউ করেছেন সুহানা খান। মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিরিজ দ্য আর্চিস। নেটফ্লিক্সে দেখা যাচ্ছে সে🀅ই ছবি। এবার দেখা গেল ছোট্ট আব্রামও সেই একই পথ অনুসরণ করছে। তবে পর্দায় নয়, স্টেজে অভিনয় করছে সে। বলছে লম্বা ল🌜ম্বা পাঠ! প্রকাশ্যে এল ভিডিয়ো।
আব্রামের পারফরমেন্স দেখতে হাজির শাহরুখ-গৌরী
ছোট্ট আব্রাম পারফর্ম করছে স্টেজে। কস্টিউম পরে সহ অভিনেতাদের সঙ্গে লম্বা লম্বা ডায়লগ বলছে সে। দাপিয়ে অভিনয় করছে স্টেজ জুড়ে। আর বহু দর্শকদের মাঝে বসে আছেন আব্রামের বাবা মা, অর্থাৎ শাহরুখ এবং গৌরী খান। তাঁদের হেসে হেসে ছেলের অভিনয় নিয়েও কথা বলতে শোনা যায়। ছেলের অভিনয় দেখেন তাঁরা মুগ্ধ নয়নে। সম্প্রতি আব্রামের সেই পারফরমেন্স এবং দর্শকদের জায়গায় বসে থাকা শাহরুখ 𒀰গৌরীর 𝔉ভিডিয়ো।
কে কী বলছেন?
এক শাহরুখ ভক্ত আব্রামের এই পারফরমেন্সের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তিনি লেখেন, 'গর্বিত বাবা এবং মা। ছোট্ট আব্রাম কী সুন্দর একটা চরিত্রে পারফর্ম করছে। ও কত জলদি বড় হয়ে যাচ্ছে।' কেউ এতে কমেন্ট করে লেখেন, 'আব্রামকে♕ বলুন যাতে ও ওর বোনকে একটু অভিনয় শেখায়🅷।' কেউ আবার লেখেন, 'সুহানাকে এখনই অভিনেতা হিসেবে ছাপিয়ে গেছে আব্রাম।' তৃতীয়জনের মতে, 'শাহরুখের আদর্শ উত্তরসূরি।' ইতিমধ্যেই এই ভাইরাল ভিডিয়ো কয়েক হাজার ভিউজ পেয়েছে। রিটুইট হয়েছে বহুবার।
শাহরুখের আগামী প্রজেক্ট
শাহরুখ খানকে আগামীতে ডাঙ্কি ছবিতে দেখা যাবে। ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রাজকুমার হিরানি পরিচালিত এই ছবি। এখানে শা🗹হরুখ ছাড়াও আছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, প্রমুখ।