রবিবার ছিল কলকাতার দিন। একদিকে যেমন ঝড়-বৃষ্টির আতঙ্ক গ্রাস করেছিল গোটা বাংলার মানুষকে, তেমনই একটা টানটান উত্তেজনা ছিল আইপিএল নিয়েও। অবশেষে খরা কাটিয়ে ১২ বছর পর ট্রফি এল শাহরুখ খানের কাছে। জয়ের হাসি হাসল কলকাতা।
নাইট শিবিরে এদিন বেশ চুপচাপ বসে খেলা দেখেন শাহরুখ খান। মুখ ঢাকা তাঁর মাস্কে। যে শাহরুখ কেকেআরের ম্যাচ চলাকালীন বেশিরভাগ সময় দাঁড়িয়ে থাকেন, চার-ছয়ে ভাসেন আনন্দে, সেই শাহরুখই রবিবার বেশিরভাগ সময়টা ছিলেন বড্ড চুপচাপ। একদিকে অসুস্থ শরীর, অন্য দিকে চাপা টেনশন যে বাদশাকেও চুপ করিয়ে রেখেছে, তা বুঝতে সমস্যা হয়নি কারও। কিন্তু যখন মাত্র ২-৩ রান বাকি, তখনই উঠে দাঁড়ান তিনি। জয় নিশ্চিত হতেই, ফের চনমনে। কিছুক্ষণের মধ্যে তো মুখে থাকা মাস্কও খুলে ফেলেন। জড়িয়ে ধরেন পাশে থাকা গৌরীকে। পরিবারের সকলের সঙ্গে বাদশার সেই মুহূর্ত নিসন্দেহে ছিল দেখার মতো।
আরও পড়ুন: ১২ বছর পার! ছোট্ট সুহানা-অনন্যার শরীর-রূপে অবাক করা বদল, IPL ট্রফি জয় KKR-এর
চুমু খাওয়া শেখালেন বাদশা:
তবে নেটিজেনদের নজর কেড়েছে, আরও বিশেষ একটি মুহূর্ত। শাহরুখ তখন মাঠে, জয়ের উল্লাস চলছে টিমের সদস্যদের সঙ্গে। দেখা যায়, হর্ষিত রানা উত্তেজনায় কোলে তুলে নেন বাদশাকে। আর শাহরুখ এরপর তাঁকে দেন চুমুর পাঠ। বলতে শোনা যায়, ‘টিমের প্রত্যেককে আমার সঙ্গে দাঁড়াতে হবে এবং আমি বলল ১,২,৩ তখন এইটা করতে (ফ্লাইং কিস)।’
প্রসঙ্গত, আইপিএলে মায়াঙ্ক আগরওয়াল ও অভিষেক পোড়েলকে ফ্লাইং কিস দিয়ে এক ম্যাচ নির্বাসিত হয়েছিলেন হর্ষিত রানা। তারপর থেকে উড়ন্ত চুমুর থেকে দূরেই ছিলেন এই ক্রিকেটার।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল KKR? টুর্নামেন্টের সেরা হলেন কে?দেখুন পুরস্কার তালিকা