দীর্ঘ সাত বছরের প্রেম, সম্প্রতি বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছে সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল। ভিন ধর্মে বিয়ে করলেও এই বিয়েতে কেউই ধর্ম বদলাননি। গত ২৩ জুন দুই পরিবারকে পাশে নিয়ে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেছেন জাহির-সোনাক্ষী। তারপর বলিউডকে আমন্ত্রণ জানিয়ে নাচে-গানে জমিয়ে পার্টি করেছেন জাহির-সোনাক্ষী। ইতিমধ্যেই সেই পার্টির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সম্প্রতি মধুচন্দ্রিমা সেরে ফিরে Hindustan Times-এর কাছে সবটা নিয়ে মুখ খুলেছেন শত্রুঘ্ন সিনহা কন্যা। সোনাক্ষী বলেন, ‘আমার মনে হয়, সবাই আমার বিয়েতে উপস্থিত ছিলেন। ফের তিনি বলেন, ’আসলে আমি আর জাহির সিঙ্গাপুরে গিয়েছিলাম। সেখানেও কফিশপে লোকজন পেস্ট্রি দিয়ে আমাদের অভিনন্দন বার্তা পাঠাচ্ছিল। কেউ কেউ আমাদের কাছে এসে বলেন, ‘ওহ, আপনাদের বিয়ের সব ভিডিয়োই দেখছি।’ আমি উত্তরে বলি, ‘হ্যাঁ, প্রত্যেকেই আমাদের বড় দিনের অংশ ছিল। এটা সত্যিই সুন্দর ছিল।’
কিন্তু এত জায়গা থাকতে সিঙ্গাপুরে কেন গিয়েছিলেন জাহির-সোনাক্ষী?
এবিষয়ে সোনাক্ষীর উত্তর, ‘আসলে, খুবই কাছের এক বন্ধুর আমার বিয়ের পাঁচ দিনা বাচ্চা হয়েছে তাই ও বিয়েতে আসতে পারিনি। সেজন্যই ওকে চমকে দিতে আমি আর জাহির সিঙ্গাপুরে যাওয়ার সিদ্ধান্ত নি। সঙ্গে ওর বাচ্চাকেও দেখে আসি।’
আরও পড়ুন-‘শ্যুটিং সেরে সারারাত পড়ে সকালে পরীক্ষা দিয়েছি’, ‘পুবের ময়না’র ঐশানী আসলে স্কুল পড়ুয়া, কোন ক্লাস?