আগামী ২৪ ফেব্রুয়ারি ২৪ বছরে পা দেবেন সৌমিতৃষা কুন্ডু। তার আগে এদিন তাঁর প্রি-বার্থডে সেলিব্রেশন অনুষ্ঠিত হল। না, সেখানে কোনও তারকা বা ইন্ডাস্ট্রির লোকজন ছিলেন না। ছিলেন অভিনেত্রীর অনুরাগীরা। সেই অনুষ্ঠানের একাধিক ছবি ভিডিয়ো এদিন ꦿভাইরাল হয়েছে।
আরও পড়ুন: বক্স অফিস জু🔯ড়ে দাপট ভিকির! ৩ দিনেই টপকে গেল ১০০ কোটি, রবিত🔴ে কত আয় করল ছাবা?
কী ঘটেছে?
এদিন টলি অনলাইনের তরফে একটি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয় যেখানে দেখা যাচ্ছে এক বৃদ্ধা এসেছেন সৌমিতৃষার এই ফ্যান মিটে। তাঁকে দেখেই অভিনেত্রী বলে ওঠেন, 'কেমন আছ? শরীর কেমন আছে?' জবাবে পাশ থেকে বাকিরা বলে ওঠেন, '৬ দিন আগে হাসপাতালে ছিলেন। আজ শুধু তোমার জন্য এসেছে।' এটা শুনেই চমকে ওঠেন অভ꧃িনেত্রী। এরপর তিনি আরও চমকে যান যখন সেই বৃদ্ধা ফ্যান তাঁকে একটি ব্রেসলেট উপহার হিসেবে 🗹পরিয়ে দেন। অভিনেত্রী তাঁকে প্রণাম করেন। চুমু খান। আদর করেন। আবার বকেও দেন। বলেন, 'প্রাণ ভরে আশীর্বাদ করলেই হবে। আর কিছু এনো না কখনও। তোমার কথা আমার মনে আছে। কিন্তু তুমি আসবে ভাবিনি।'
এদিন অভিনেত্রী নিজেও তাঁর এই প্রি বার্থডে সেলিব্রেশনের একটি কোলাজ ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, 'এত মেল, মেসেজ পেয়েছি তাই ভাবলাম এই প্ল্যান মিট করি।' অনুরাগীরা seta শুনতেই সমস্বরে বলে ওঠেন প্রতি বছর এটা চাই। আজও যে তিনি সবার কাছে মিঠাই রানিই হয়ে আছেন সেটা যেন এই ভিডিয়ো আবারও বুঝিয়ে দিল। এদিন তাঁকে অনুরাগীরা ফুলের মুকুট পরান। উপহার হিসেবে কৃষ্ণপ্রেমী সৌমিতৃষাকে একজন বাঁশি উಌপহার দেন। একাধিক কেক আনা হয়েছিল এদিন অভিনেত্রীর জন্য। সেগুলো তিনি কাꦗটেন। নিজের হাতে কেক খাইয়ে দেন অনুরাগীদের। সৌমিতৃষাকে এদিন লাল ড্রেসে দেখা যায়।
সৌমিতৃষা প্রসঙ্গে
মিঠাই ধারাবাহিকের হাত ধরে তুমুল খ্যাতি পান সৌমিতৃষা। বাংলার প্রতিটা𒀰 বাড়ির ঘরের মেয়ে হয়ে ওঠেন যেন। তাঁর এবং আদৃতের জুটি দারুণ পছন্দ হয়েছিল দর্শকদের। সেই মেগা শেষ হতে না হতেই তাঁকে দেখা যায় দেবের সঙ্গে প্রধান ছবিতে। এরপর একাধিক সিনেমা, সিরিজে কাজ করেছেন অভিনেত্রী। তালিকায় আছে কালরাত্রি, ১০ জুন, ইত্যাদি।